কালার ইনসাইড

‘পাঠান’ দিয়ে বছরের শুরুতেই বলিউডে হাওয়া বদল, আসছে আরও চমক


প্রকাশ: 30/01/2023


Thumbnail

বেশ  লম্বা সময় ধরেই বলিউডের সময়টা ভালো কাটছে না। ২০২২ সালটা দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর জন্য স্মরণীয় হয়ে থাকলেও বলিউডের জন্য বছরটি ছিল দুঃস্বপ্নের। বড় তারকা, বড় বাজেট কোনোকিছুই ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে বছরটিতে। তবে সব ব্যর্থতাকে পিছনে ফেলে এবছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। ২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলছে কিং খান অভিনীত 'পাঠান' ছবিটি।

সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘পাঠান’। গেল ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পায়।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে ছবিটি। বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউড বাদশা। আর মুক্তি পর ইতোমধ্যে রেকর্ড গড়েছে ছবিটি। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে সিনেমাটি।

বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিন ৭০ কোটি রুপির ব্যবসা করে ‘পাঠান’। এ দিন শেষে ছবিটির আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গণ্ডি।

তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’ আয় করেছে ৩৯ কোটি রুপি। মুক্তির চতুর্থ দিনে এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। এতে চতুর্থ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, চার দিনে বিশ্বব্যাপী ছবিটি ৪০০ কোটি রুপির গণ্ডি ছাড়িয়েছে ‘পাঠান’।

অর্থাৎ বলিউড বাদশাহ অভিনীত এই ছবি পেছনে ফেলে দিয়েছে ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর মতো কঠিন প্রতিযোগীদের। সব কিছু মিলিয়ে বলাই যেতে পারে বছরের শুরুতেই বদলে গেছে বলিউডের চিত্র।

এদিকে চলতি বছর আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে। যেগুলো হলো...

টাইগার থ্রি: সালমান খান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মত স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।

‘কিসি কা ভাই কিসি কি জান’: মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের আরো একটি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি এ বছরের ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

রকি অর রানী কি প্রেম কাহিনী: রোম্যান্টিক সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’ দিয়ে সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটও। এবছরের ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

স্যাম বাহাদুর: অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ সিনেমা দিয়ে আবারও পরিচালকের আসনে আসছেন মেঘনা গুলজার। ভারতের অন্যতম সেরা যুদ্ধ নায়ক স্যাম মানেকশের জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ২০২৩ সালের পহেলা ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাবার কথা রয়েছে।

জওয়ান: বলিউড বাদশা শাহরুখ খানের আরো একটি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। পরিচালনায় তামিলের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড এবং দক্ষিণের একঝাঁক তারকা। এবছরের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এছাড়াও ‘ডানকি’ সিনেমায় জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানির সাথে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাহরুখ। ২০২৩ সালের ক্রিসমাসে মুক্তি পাবে এটি।

সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে হয়তো ফের হাওয়া বদলে যাওয়া সম্ভাবনা আছে বলিউডের। ফের হয়তো বলিউড ঘুরে দাঁড়াবে আপন আগুনে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭