ইনসাইড গ্রাউন্ড

১৪৫ রানের টার্গেট তাড়া করছে রংপুর রাইডার্স


প্রকাশ: 30/01/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডমিনেটর্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ইনিংসের দ্বিতীয় ওভারে আজমত উল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে যান মিজানুর রহমান। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে সৌম্য সরকারকেও নিজের শিকারে পরিণত করেন এই আফগান ক্রিকেটার।

ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স ব্লেক টুর্নামেন্টে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন। এ ম্যাচেও রানের দেখা পাননি ব্লেক। স্পিনার মাহেদী হাসানের দারুণ এক ডেলিভারীতে লেগ স্টাম্প উড়ে যায় তার। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ঢাকা ডমিনেটর্স। প্রতিরোধ গড়ার চেষ্টা করেও সফল হতে পারেনি পয়েন্ট টেবিলের তলানির দলটি। মোহাম্মাদ মিথুনকে নিয়ে উসমান ঘানি দলকে টেনে নিতে থাকেন। তবে দলীয় ৬৯ রানে মিথুনকে ফিরিয়ে ম্যাচে চালকের আসনে বসে রংপুর রাইডার্স।

তবে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক সংগ্রহের পথে নিয়ে যান উসমান ঘানি ও অধিনায়ক নাসির হোসেন।  অর্ধশতক তুলে নেন ঘানি। ১৯তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউটে কাঁটা পড়েন নাসির। ২২ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। শুরুতে ধীর গতিতে খেললেও শেষদিকে এসে রংপুরের বোলারদের উপর চড়াও হন ঘানি। ৫৫ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন এই আফগান ক্রিকেটার। ৭টি চার ও ৩টি ছয়ে সাজান নিজের ইনিংস।

রংপুরের হয়ে ২টি উইকেট নেন আজমতউল্লাহ। আর ১টি করে উইকেট শিকার করেন মাহেদী হাসান ও রাকিবুল হাসান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭