ইনসাইড বাংলাদেশ

শীর্ষে ‘বাংলাদেশ প্রতিদিন’, সংসদে তথ্যমন্ত্রী


প্রকাশ: 30/01/2023


Thumbnail

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে প্রকাশিত ৫০৯টি দৈনিক পত্রিকার মধ্যে বাংলাদেশ প্রতিদিন শীর্ষে রয়েছে। 
 
সোমবার (৩০ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি সৈয়দা রুবিনা আক্তারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। 

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার দেওয়া তালিকায় প্রথমে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দ্বিতীয় দৈনিক প্রথম আলো, তৃতীয় দৈনিক কালের কণ্ঠ, চতুর্থ দৈনিক যুগান্তর ও পঞ্চম হিসেবে দৈনিক ইত্তেফাক ধারাক্রম বর্ণিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে ঢাকা হতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা ১১৪১টি। এরমধ্যে দৈনিক পত্রিকা ৫০৯টি, সাপ্তাহিক পত্রিকা ৩৪৫টি ও মাসিক পত্রিকা ২৮৭টি। পরিশিষ্ট-‘ক’-তে সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ও মাসিক পত্রিকার ধারাবাহিক বিবরণ তুলে ধরেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭