ইনসাইড গ্রাউন্ড

মধ্যপ্রাচ্য ছেড়ে আবারো ইউরোপে রোনালদো!


প্রকাশ: 31/01/2023


Thumbnail

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো সৌদি আরবের ক্লাব আল নাসের। ফুটবল ইতহাসে সর্বোচ্চ দামে মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে যোগ দিতে পেরে আনন্দিত একাধিক ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন রোনালদো নিজেও। তাইতো আল নাসের সঙ্গে চুক্তি করেছেন ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচে আল নাসের হয়ে মাঠে নেমছেন রোনালদো এরই মধ্যে গুঞ্জন উঠেছে মধ্যপ্রাচ্যে নয় রোনালদো অবসর নিবেন ইউরোপের কোন ক্লাব থেকেই। তাহলে কি আল নাসের ছেড়ে দিবে রোনালদোকে?

কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগে সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ছাড়তে হয় ম্যানইউ এমনকি বিশ্বকাপ চলাকালীন নিজেকেও দেখতে হলো মুদ্রার এপিঠ ওপিঠ। পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসের সাথেও ছিলো মনোমালিন্য তাইতো বিশ্বকাপের ম্যাচগুলো অধিকাংশ সময় কাটাতে হয়েছিলো ডাগআউটে। বয়স সাইত্রিশের শেষের দিকে মাঠের পাফরম্যান্সেও পড়েছে চাপ। তাই পর্তুগিজ এই তারকার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিলো ভক্ত-অনুরাগীদের মনে। কিন্তু ভক্তদের সকল শঙ্কা দূর করে ইতিহাস করা দামে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেয় রোনালদো।

চলতি বছরের জানুয়ারী ২৫ হাজার দর্শকের সামনে রোনালদোকে বরণ করে নিয়েছিলো আল নাসের। সে দিন রোনালদো রোনালদো ধ্বনিতে মুখোরিত ছিলো পুরো রিয়াদের মরসুল পার্ক। আরব দেশের এমন ভালোবাসা পেয়ে নিজেও হয়েছিলেন আনন্দিত। সিআরসেভেন সে অনুষ্ঠানেই জানিয়েছিলেন ইউরোপের ফুটবলে অনেক রেকর্ড ভেঙ্গেছেন এবার এশিয়ান ফুটবলেও রেকর্ড ভাঙ্গতে চান তিনি। কিন্তু রেকর্ড ভাঙ্গার জন্য যে পর্যাপ্ত সময়ের প্রয়োজন, সে সময় পাবেনতো রোনালদো? প্রশ্ন তোলা থাকুক আল নাসেরের কোচ রুডি গার্সিয়ার কাছে।

আল নাসেরের হয়ে মাঠে নামতে বেশ খানিকটা সময় নিতে হয়েছিলো রোনালদোকে কারণ পূর্বের নিষেধাজ্ঞা থাকায় দুইটি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। পরে ১৯ জানুয়ারী রিয়াদ অলস্টারের হয়ে সৌদির ফুটবলে অভিষেক ঘটে বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলারের। পিএসজির সঙ্গে সে ম্যাচে দুর্দান্ত ছিলেন সিআরসেভেন করেছিলেন দুইটি গোলও। দুই গোল করলেও ম্যাচটি হারতে হয় লিওনেল মেসি, নেইমারদের কাছে। মধ্যেপ্রাচ্যে হার দিয়ে শুরু করা রোনালদোর সৌদি আরবের প্রো লিগে আল নাসেরের হয়ে অফিশিয়াল অভিষেক ঘটে। তবে প্রো লিগের সে ম্যাচে আল নাসের জয় পেলেও গোল শূন্য ছিলেন রোনালদো এরপর সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেমিফাইনালে আল নাসের প্রতিপক্ষ ছিলো আল ইত্তিহাদ ক্লাবটি। এখানেও জয়ের দেখা পায়নি আল নাসের। উলটো সেমিফাইনাল থেকে হেরে সুপার কাপ থেকে বিদায় নিতে হয় আল নাসেরকে। দুইটো ম্যাচেই রোনালদো ছিলেন গোল শূন্য।

রোনালদোর এমন পারফরম্যান্সে হতাস ক্লাবটির কোচ রুডি গার্সিয়া। তবে হতাসা প্রকাশ না করলেও রোনালদোর গন্তব্যে সম্পর্কে মন্তব্যে করায় অনুমান করায় যায় আল নাসেরে থাকবেন না একক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করা এই ফুটবলার। ব্রিটিস সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত আল নাসেরের কোচ রুডি গার্সিয়ার মন্তব্যে ছিলো এমন, 'ফুটবল থেকে বিদায় নেওয়ার আগে রোনালদো ফিরবেন ইউরোপে। অবসরের আগে রোনালদোর উচিত ইউরোপে একটি চূড়ান্ত মুহূর্ত উপহার দেওয়া।' তাহলে কি মরুর দেশ ছেড়ে আবারো ইউরোপে ফিরবেন রোনালদো??

এরপর থেকেই গুঞ্জন উঠেছে পর্তুগিজ এই তারকার শেষ গন্তব্যে হতে পারে সৌদির মালিকানাধীন প্রিমিয়ার লিগ ক্লাব নিউ ক্যাসেলে। যদি শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয় তাহলে মধ্যেপ্রাচ্যে ইতি ঘটবে ফুটবলের এই তারকার। তবে আল নাসেরের সঙ্গে চুক্তি যেহেতু ২০২৫ সাল পর্যন্ত তাই খুব দ্রুতই কিছু হবে না এটা অনুমেয়। আল নাসেরের পূর্বে ইউরোপের ফুটবলে এক বর্ণাঢ্য ক্যারিয়ার পার করেছিলেন রোনালদো।

ইউরোপের ক্লাবে খেলেছিলেন ২০ বছর। বর্ণাট্য ক্যারিয়ারে তিনি টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ, দুইটি করে স্প্যানিশ লা লিগা ইতালিয়ান সিরিয়া জিতেছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭