ইনসাইড গ্রাউন্ড

প্লে-অফ নিশ্চিতের লক্ষ্যে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল


প্রকাশ: 31/01/2023


Thumbnail

ইতিমধ্যে সিলেটের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো বিপিএল চতুর্থ পর্বের টি ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাকি আরও দুইটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্বের ম্যাচের আজকে অনুষ্ঠিত হবে শেষ দুইটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ঢাকা ডমিনেটর্স। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দুপুর দেড়টায়।

বিপিএলের ৩০ টি ম্যাচ ইতিপূর্বে শেষ হয়েছে। প্লে-অফের দলগুলো অনেকটা নিশ্চিত। কোন অঘটন না ঘটলে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল লড়াই করবে শেষ চারের। সেক্ষেত্রে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। হার আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। টি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সাকিবের ফরচুন বরিশাল। টানা জয়ে থাকা কুমিল্লা ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩য় স্থানে। কুমিল্লার সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর রাইডার্স। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ঢাকার পয়েন্ট ৪। নয় ম্যাচ খেলে নাসিরের হোসেনের দলটি জিতেছে মাত্র দুইটি ম্যাচে।

ফরচুন বরিশাল টুর্নামেন্টে একমাত্র সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে দুইটি ম্যাচ। অন্যান্য দলগুলোর সঙ্গে জয় পেয়েছে বরিশাল। ইতিমধ্যে ৮টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে বরিশাল। আজ ঢাকাকে হারালেই দ্বিতীয় দল হিসেবে চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করবে দলটি। সাম্প্রতিক সময়ে বরিশালের অধিনায়ক দেশ সেরা ক্রিকেটার সাকিবের পারফরম্যান্সে অনেকটাই নির্ভার পয়েন্ট টেবিলে দ্বিতীয় থাকা দলটি। এখন পর্যন্ত ৩০৬ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই অলরাউন্ডার। ৫ম স্থানে আছে সাকিবের সতীর্থ ইফতেখার আহমেদ। পাক এই ক্রিকেটারের সংগ্রহ ২৮৬ রান।

অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ঢাকা ডমিনেটর্স। তবে বাকিম্যাচগুলো জিতে পয়েন্ট টেবিলের ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চাইবে নাসির হোসেনের দলটি। সেক্ষেত্রে আজ বরিশালের বিপক্ষেও জলে উঠতে হবে অধিনায়ক নাসির হোসেনকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা অলরাউন্ডারিং পারফর্মে এগিয়ে নাসির। ব্যাটে বলে দুই বিভাগেই সমান তালে পারফর্ম করে যাচ্ছেন জাতীয় দলে আবারো সম্ভাবনা জাগানো এই ক্রিকেটার। ব্যাট হাতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩২০ রান আর বল হাতে ১১ উইকেট শিকার করে বোলিং তালিকার ৫ নম্বরে তিনি।

চলতি আসরে দুই দলের শেষ দেখায় ফরচুন বরিশালের কাছে ১১ রানে হেরেছিলো ঢাকা ডমিনেটর্স। সে ম্যাচে বরিশালের দেওয়া ১৭৩ রানের টার্গেট ভেদ করতে পারেনি ঢাকা। উইকেট হাতে থাকলেও ২০ ওভার শেষে ১৬০ রান সংগ্রহ করতে পেরেছিলো ঢাকা। ফলে ১১ রানের হার মেনে নিতে হয় নাসির হোসেনদের। আজ সে জয়ের আত্নবিশ্বাস নিয়েই ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

ঢাকা ডমিনেটরস:সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, আমির হামজা।

ফরচুন বরিশাল: সাইফ হাসান, চতুরাঙ্গা ডি সিলভা, আনামুল হক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কামরুল ইসলাম, সালমান হোসেন, খালেদ আহমেদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭