ইনসাইড বাংলাদেশ

দেশের প্রথম স্মার্ট উপজেলা হবে শিবচর


প্রকাশ: 31/01/2023


Thumbnail

দেশের প্রথম উপজেলা হিসেবে স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সময় জেলার শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে স্থাপিত ৮৮০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, 'শিবচর এক সময় অবহেলিত একটি উপজেলা ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে আমরা আধুনিক উন্নত উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন তার কার্যক্রম আজ শিবচর থেকে শুরু হলো। আমি তাই সবাইকে ধন্যবাদ জানাই।' 

এ সময় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, 'স্মার্ট বাংলাদেশে যেতে আমাদের কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের টেকনোলজিটা। আমাদেরকে ফাস্ট স্পিডি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মডার্ন কম্পিউটিং-এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।'

তিনি আরও বলেন, 'এই বিষয়গুলো যদি আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা সাংঘাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পড়ব। কিন্তু আজকে শেখ হাসিনা ইন্সটিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারব।'

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে যে টাইমলাইন দিয়েছেন তার আগেই আমরা মাদারীপুরকে স্মার্ট হিসেবে গড়ে তুলব। বিশেষ করে চিফ হুইপ স্যারের চিন্তা ও পরিকল্পনা অনেক স্মার্ট তাই সহজেই এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। একই চত্ত্বরে অতিথিরা এফ.আর. খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার অনুষ্ঠানে যোগদান করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭