ইনসাইড গ্রাউন্ড

পাকিস্তান দলে আবারো ফিরতে পারেন আমির-মালিকরা


প্রকাশ: 01/02/2023


Thumbnail

পাকিস্তান জাতীয় দলের আবারো ফিরতে পারেন দেশটির দুই তারকা ক্রিকেটার অলরাউন্ডার শোয়েব মালিক পেসার মোহাম্মদ আমির। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হারুন রশিদ।

সদ্য দায়িত্ব পাওয়া প্রধান নির্বাচক হারুন রশিদও এই অভিজ্ঞ খেলোয়াড়দের দলে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। পারফরম্যান্স ধরে রাখতে পারলে সামনের দিনগুলোতে জাতীয় দলের জার্সিতে মালিক-আমিরদের আবার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদের মতে বৈশ্বিক কোন আসরে আবার দলে দেখা যেতে পারে মালিক-আমিরদের। এই বিষয়ে তিনি বলেন,আপনাকে দেখতে হবে, কোন খেলোয়াড়রা দলের সমন্বয়ের সঙ্গে যাচ্ছে। আমরা এমন খেলোয়াড়ের দিকেও তাকাচ্ছি, যারা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিশেষ ভূমিকায় খেলতে পারে, যা কিনা দলের জয়ের সম্ভাবনাও বাড়াবে।

হারুন রশিদ আরও বলেন, যদি কোনো তরুণ খেলোয়াড় একই পজিশনে ভালো খেলে, তবে তা নিয়ে বিতর্ক হতে পারে। তবে বিষয়ে আমি নিজের অবস্থান উন্মুক্ত রেখেছি। নিয়ে বিশেষ কোনো কৌশল গ্রহণ করিনি। যখন আমার নির্বাচক প্যানেল তৈরি হবে, তখন আমরা নির্দিষ্ট নির্বাচন-প্রক্রিয়ায় এগিয়ে যাব।

কয়েক মাস আগেই রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি করা হয় নাজাম শেঠিক। দায়িত্ব পেয়ে পছন্দ মতো ব্যাক্তিদের চেয়ারে বসাচ্ছেন নাজাম শেঠিও। যদিও প্রথমে দেশটির অন্তবর্তীকালীন নির্বাচক দেওয়া হয়েছিলো শহীদ আফ্রিদিকে। পুরোপুরি দায়িত্ব নিতে অনাগ্রহ থাকায় আফ্রদির জায়গায় আনা হয় হারুনুর রশিদকে।

গুঞ্জন রয়েছে রমিজ রাজার সাথে সম্পর্ক ভালো ছিলোনা পাকিস্তানের সিনিয়র অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে। তাই পিসিবির নতুন সভাপতির অধীনে দলে আবারো সুযোগ পেতে মুখিয়ে আছে সিনিয়র ক্রিকেটাররা। তবে এই তালিকায় শোয়েব-আমির সবার প্রথমে থাকবে। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলতি আসরে দুই তারকা রয়েছে দারুণ ছন্দে। ম্যাচে ৩৮.৫০ গড়ে ২৩১ রান করেছেন মালিক। অন্যদিকে বল হাতে আমির নিয়েছেন ১০ ম্যাচে ১৩ উইকেট। দলের জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭