ইনসাইড বাংলাদেশ

ঠাকুরগাঁও-৩: বেলা বাড়ার সাথে বৃদ্ধি পাচ্ছে ভোটার সংখ্যা


প্রকাশ: 01/02/2023


Thumbnail

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৮ থেকে ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নিবার্চনে ১২৮ কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

আজ শীতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসন।

এবার প্রথম বারের মত আসনটিতে ইভিএমএ ভোট হচ্ছে। ভোটকেন্দ্রে আইিনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন পুলিশ ৯০০ আনসার ১৫৭২ র‍্যাব ১০ টিম, বিজিবি ৭ প্লাটুন, বিচারিক ম্যাজিস্ট্রেট ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন ছাড়াও নিবার্চন কমিশনে ১৮ জন পর্যবেক্ষক নিবার্চনি দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এ আসনে ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। ১২৮ টি কেন্দ্রে ৮০৮ টিপ বুথের মাধ্যমে নিবার্চন সম্পন্ন হবে।

ছয়জন প্রার্থী নিবার্চনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মো: ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনা লিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পাটির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭