ইনসাইড পলিটিক্স

ভোট দিলেন সাত্তার ভূঁইয়া, বললেন ‘অসমাপ্ত কাজ শেষ করব’


প্রকাশ: 01/02/2023


Thumbnail

একাদশ জাতীয় সংসদে বিএনপি সংসদ সদস্য হয়ে যেসব কাজ শেষ করতে পারেননি, উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে সেসব কাজ সমাপ্ত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া। নিজের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত বর্ষিয়ান এই রাজনীতিবিদ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগ করে এই আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ১০টার পর সরাইল উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন উকিল আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন; যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

এসময় সাত্তার ভূঁইয়া বলেন, ইভিএমে ভোট দিতে পেরে ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে নিশ্চিত। জয়লাভ করলে এলাকার বাকি কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমি কোথাও কোনো গোলযোগ দেখিনি। সব জায়গায় সুষ্ঠু ও সুন্দর ভোট হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উকিল আব্দুস সাত্তার বলেন, “আমি নির্বাচিত হলে আমার যে অসমাপ্ত কাজ সেগুলো সমাপ্ত করব।”

এই আসনের উপ-নির্বাচনে উকিল আব্দুস সাত্তারের সঙ্গে প্রার্থী হিসেবে আরও আছেন- জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা, আবু আসিফ আহমেদ। আওয়ামী লীগ ভোটে অংশ না নিলেও নেতাকর্মীরা সমর্থন দিচ্ছেন পাঁচবারের এমপি উকিল সাত্তারকে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য সংসদ সদস্যদের মত সাত্তারও পদত্যাগ করেন। তবে ফাঁকা আসনে উপনির্বাচনে দাঁড়াতে দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিফকে ভোটের দিনও দেখা মেলেনি।

গত ২৭ জানুয়ারি থেকে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ 'নিখোঁজ' আছেন বলে দাবি করেছে পরিবারের। আসিফের সন্ধান ও সুষ্ঠু নির্বাচন চেয়ে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তার স্ত্রী মেহেরুন নিছা। পরে নির্বাচন কমিশন জানায় আসিফ আত্মগোপনে রয়েছেন। এ সংক্রান্ত একটি অডিও কথপোকথনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।   

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭