ইনসাইড বাংলাদেশ

জেলে খালেদার বিলাসী জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2018


Thumbnail

কারাগারে বিলাসী জীবনই কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার ভাই এবং বোনদের পক্ষ থেকে প্রতিদিনই আসছে দামী বিদেশি খাবার এবং ফলমূল। বুধবার ভালোবাসা দিবসে, বেগম জিয়া ‘পোলাও’ খেয়েছেন কারাগারে। বুধবারই আদালত তাঁর ব্যক্তিগত পরিচারিকা ফাতেমাকে তাঁর সঙ্গে থাকার অনুমতি দেয়। জেলে বেগম জিয়ার জন্য আসছে ইভান পানি। ফ্রান্সের এই ঝর্না পানি ব্যয়বহুল। তবে এই পানীয় শুধু তাঁর খাবার কাজে নয় প্রাত্যাহিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।

ওয়েস্টিন হোটেল থেকে বেগম জিয়ার জন্য আসছে ব্রেড, বিস্কুট এবং কেক। কারাবিধি অনুযায়ী একজন কারাবন্দীকে তাঁর আত্মীয়স্বজন শুকনো খাবার এবং ফলমূল দিতে পারেন। জেল কোড অনুযায়ী তাঁর আত্মীয় স্বজন সপ্তাহে একবার দেখা করতে পারেন। দেখা করতে না পারলেও কারাগারে শুকনো খাবার এবং নিত্য ব্যবহার্য পৌঁছানোর সুযোগ আছে। তাছাড়া যে কোনো কারাবন্দী কারা কর্তৃপক্ষের কাছে নিদিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে পারেন, তা দিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কারা কর্তৃপক্ষ কিনে দেয়। তবে কারাগার সূত্রে জানা গেছে, যেহেতু বেগম জিয়া পুরাতন কারাগারে আছেন এবং সেখানে তিনি একাই আছেন তাই তিনি ক্যান্টিন সুবিধা পাচ্ছেন না। তবে, তার পছন্দের জিনিস পরিবার থেকে পাঠানো হচ্ছে প্রতিদিন। কাল শুক্রবার বেগম জিয়ার ভাই ও বোন তাঁর সঙ্গে কারাগারে দেখা করবেন বলে জানা গেছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭