ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড


প্রকাশ: 02/02/2023


Thumbnail

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে, জশ বাটলারের নেতৃত্বে বাংলাদেশ সফরের দল নিশ্চিত করেছে ইসিবি। তবে ব্যস্ত ক্রিকেট সূচী থাকায় বেশ কয়েকজন শীর্ষ সারির ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসছে ইংলিশরা।

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট দলে ডাক পেয়েছেন তরুণ লেগস্পিনার রেহান আহমেদ। ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলেও, প্রথমবার ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেক হতে পারে কাউন্টি দল সমারসেটের অধিনায়ক টম অ্যাবেলেরও। এছাড়া চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা জফরা আর্চারও রয়েছেন দলে।

বাংলাদেশ সফরে শুধু ওয়ানডে সিরিজের দলে আছেন সাকিব মাহমুদ, জেসন রয় ও জেমস ভিন্স।আর টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের স্থলাভিষিক্ত হবেন বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান। নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ শেষে ঢাকায় আসবেন তারা।চোট কাটিয়ে দুই সংস্করণেই ইংল্যান্ড দলে ফিরছেন পেসার মার্ক উড। তবে ইনজুরির কারণে দলে নেই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের কারণে ওয়ানডে দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জস বাটলারের দল।

ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। তবে বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই এরইমধ্যে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ১লা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সবশেষ ২০১৬ সালের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে দল:

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড ম্যালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল:

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড ম্যালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭