কালার ইনসাইড

টিএসসিতে শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব


প্রকাশ: 03/02/2023


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আবারও শুরু হচ্ছেআমার ভাষার চলচ্চিত্র বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আসছে রোববার ( ফেব্রুয়ারি) পর্দা উঠবে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবটির।

এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।  বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকর্মী সুমন্ত সরকার অর্পন বলেন, প্রতিবারের মতো এবারও একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র উৎসব উপহার দিতে আমরা কাজ করে যাচ্ছি। এরইমধ্যে প্রায় সব কাজই সম্পন্ন। বছর ২২টি বাংলা ভাষার ছবি দেখানোর পরিকল্পনা আছে।


সমকালীন ধ্রুপদী সিনেমার সমন্বয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে এবার বেশকিছু আলোচিত সিনেমা দেখতে পারবেন দর্শক।

এরমধ্যে রয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা, সাঁতাও, বল্লভপুরের রূপকথা, শিল্প শহর স্বপ্নলোক, হাওয়া, মানিক বাবুর মেঘ, শিমু, দামাল বিউটি সার্কাস এর মতো চলচ্চিত্র।

থেকে ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে ২১তম আসরটির প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭