ইনসাইড ট্রেড

পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ৩২ বিলিয়ন ডলার


প্রকাশ: 03/02/2023


Thumbnail

চলতি অর্থবছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে পণ্য খাতে অর্জিত রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮১ শতাংশ বেশি।

ইপিবির পর্যালোচনায় দেখা গেছে। মূলত তৈরি পোশাকের ওপর নির্ভর করেই রপ্তানি আয় বাড়ছে। গত সাত মাসে যে ৩২ বিলিয়ন ডলার রপ্তানি আয় এসেছে তার মধ্যে ২৭ বিলিয়ন ডলারের বেশি এসেছে তৈরি পোশাক থেকে।

২০২১-২২ অর্থবছরের সাত মাসে পণ্য খাতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ১৪ শতাংশের বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩১ শতাংশ। দেশের প্রধান এ শিল্প খাতে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার; যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বেশি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭