ইনসাইড বাংলাদেশ

‘আমার নির্দেশেই দল চলছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2018


Thumbnail

বিদেশি কূটনীতিকদের আপত্তির মুখে তারেক জিয়াকে নিয়ে লুকোচুরি খেলছে বিএনপি। বুধবার বিকেলে ইউরোপীয় পার্লামেন্টারি দলের সঙ্গে বৈঠকে তারেক জিয়াকে পুরোপুরি অস্বীকার করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবাটের ইইউ দলের নেতৃত্ব দেন।

ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠকে জানতে চান, বেগম জিয়ার গ্রেপ্তারের পর কীভাবে দল চলছে। এর জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার নির্দেশেই দল চলছে।’ এতে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ একটু বিব্রত হন। পরে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যরা যৌথ ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। দলের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব।’ ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি জানতে চান, তারেকের ভূমিকা কী? জবাবে, ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘বর্তমানে দল পরিচালনায় তারেক জিয়ার কোনো ভূমিকা নেই। তিনি অসুস্থ এবং লন্ডনে অবস্থান করছেন।’



প্রসঙ্গত, বেগম জিয়া গ্রেপ্তার হবার পর তারেক জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। এনিয়ে দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একজন দণ্ডিত দুর্নীতিবাজকে দলীয় প্রধান করায় বিএনপি সমালোচনার মুখে পড়ে। একারণেই বিএনপি এখন তারেককে আড়ালে রাখার কৌশল নিয়েছে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭