ইনসাইড বাংলাদেশ

‘এটা হচ্ছে গৃহপালিত আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2018


Thumbnail

বিএনপি নেতৃবৃন্দের উপর বেজায় চটেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। বুধবার সন্ধ্যায় অন্তত তিনজন স্থায়ী কমিটির সঙ্গে কথা বলে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন লন্ডনে পলাতক এই বিএনপি নেতা। তারেক বলেছেন, ‘এটা হচ্ছে গৃহপালিত আন্দোলন। এই আন্দোলনে না হবে মায়ের মুক্তি, না হবে সরকারের পতন। বরং সরকার সারা বিশ্বে প্রমাণ করছে, বিরোধী দলকে তারা গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ দিচ্ছেন।’ উত্তেজিত তারেক এটাও বলেছেন, ‘আমার নির্দেশে নয়, মনে হচ্ছে সরকারের নির্দেশে বিএনপি চলছে। ঘটনার সূত্রপাত বিএনপির অনশন কর্মসূচি নিয়ে। কথা ছিল, বিএনপির অনশন কর্মসূচি হবে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু দুপুর একটার আগেই পুলিশ এসে বিএনপিকে কর্মসূচি শেষ করতে বলে। বিএনপিও বাধ্য ছেলের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে দুপুর একটায়।

লন্ডনে তারেক জিয়া এই খরব জানার পর রেগে যান। তারেক মনে করছে, বিএনপি নেতারা সরকারের অনুকম্পায় আন্দোলন করছেন। যে আন্দোলনের কোনো লাভ হবে না। অবশ্য বিএনপির নেতারা তারেক জিয়াকে বলেছেন, এখনই সব শক্তি ক্ষয় করা যাবে না। আন্দোলনের বহুপথ পাড়ি দিতে হবে। বিএনপি নেতারা মনে করছেন, বেগম জিয়ার মুক্তিই আগে।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭