ইনসাইড গ্রাউন্ড

উড়তে থাকা সিলেটকে মাটিতে নামালো রংপুর


প্রকাশ: 04/02/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়াল লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। বিপিএলের চলতি আসরে দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়েছে এরই মধ্যে। ফলে এই নকআউট পর্বের আগে নিজেদের ঝাঁলিয়ে নিতে চান দুই দলের ক্রিকেটাররা। সেই সাথে পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান আরো দৃঢ় করার লক্ষ্য উভয় দলের। তবে ব্যাটে-বলে দাপট দেখিয়ে টেবিল টপার সিলেটকে টুর্নামেন্টের তৃতীয় হারের স্বাদ দিলো রংপুর রাইডার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারা ধরে রাখলো রুংপুর রাইডার্স।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা হয় খানিক ধীর গতির। মাপা লাইন লেন্থে বল করে সিলেটের দুই ওপেনারকে হাত খুলে খেলতে দেননি রংপুরের বোলাররা। তবে দুই ওপেনার তৌহিদ হৃদয় ও নাজমুল শান্ত খেলতে থাকেন দেখেশুনে। পাওয়ার প্লের ৬ ওভার থেকে মাত্র ২৬ রান তুলতে পারে সিলেট স্ট্রাইকার্স। তবে পাওয়ার প্লে শেষ হলে খোলস থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকেন দুই ব্যাটার। উদ্বোধনী জুটিতে দলকে ভাল অবস্থানে নিয়ে যেতে থাকেন দুজনে। দলীয় ৪২ রানে হাসান মাহমুদের বলের লাইন মিস করলে স্টাম্প উপড়ে যায় শান্তর, ভাঙে উদ্বোধনী জুটি।

শান্তর বিদায়ে ক্রিজে আসেন জাকির হাসান। তবে এদিন থিতু হতে পারেন নি তরুণ এই ব্যাটসম্যান। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন জাকির। তবে এরপর রংপুরের বোলারদের উপর আগ্রাসন চালাতে থাকেন তৌহিদ হৃদয়। দৃষ্টিনন্দন শটে বল আছড়ে ফেলতে থাকের মাঠের চারপাশে। তুলে নেন চলতি আসরে নিজের ৫ম হাফসেঞ্চুরি, যা চলতি বিপিএলে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংখ্যক অর্ধশতক। ৪টি অর্ধশতক নিয়ে হৃদয়ের পরে আছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান। 

হদয়ের পাশাপাশি অপর প্রান্ত থেকে তান্ডব চালান এ ম্যাচে অধিনায়কত্ব করা মুশফিকুর রহিম। মাত্র ৩০ বল থেকে অর্ধশতক তুলে নেন তিনিও। যা বিপিএলের চলতি আসরে মুশফিকের প্রথম হাফসেঞ্চুরি। রংপুরের বোলারদের হতাশা বাড়িয়ে রানের চাকা সচল রাখেন দুজনে। তৃতীয় উইকেটে তাদের ১১১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২ উইকেটে ১৭০ রান তোলে টেবিল টপাররা। ৫৭ বলে ক্যারিয়ার সেরা ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। ৩৫ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।

সিলেটের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় রংপুর রাইডার্স। রনি তালুকদারের ঝড়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে সিলেটের বোলাররা। এদিন রংপুরের দুই ওপেনারের সামনে সুবিধা করে উঠতে পারছিলো না কোন বোলারই। ওভারপ্রতি ৯ এর উপর গড়ে রান তুলতে থাকেন রনি ও নাঈম শেখ। উদ্বোধনী জুটি গড়েন ১০০ রানের। তাতে জয়ের সুবাস পেতে থাকে রংপুর। মোহাম্মাদ ইরফানের বলে মুশফিকের তালুবন্দী হওয়ার আগে করেন ৩৫ বলে ৬৬ রান।

খানিকবাদে রনিকে অনুসরণ করেন নাঈম শেখ। দলীয় ১২৪ রানে নাঈমকে সাজঘরে পাঠান রেজাউর রহমান। তবে শোয়েব মালিক ও অধিনায়ক নুরুল সোহানের ব্যাটে ভর করে কক্ষপথেই থাকে রংপুর রাইডার্স। দ্রুত গতিতে রান তুলে রান রেট নামিয়ে আনেন পাঁচ এর নিচে। এতে সহজ জয়ের দিকেই এগোতে থাকে দল। ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭