ইনসাইড গ্রাউন্ড

আসন্ন ইংল্যান্ড সিরিজে ফেভারিট বাংলাদেশ


প্রকাশ: 05/02/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর নিয়ে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই। মাঠের লড়াইয়ে ব্যস্ত সাকিব-তামিম-মুশফিকরা আর মাঠের বাহিরে সুন্দর বিপিএল আয়োজনে ব্যস্ত বিসিবি কর্তারা। বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ব্যস্ত হয়ে পড়বে টাইগাররা। ১ মার্চ থেকে ঘরের মাঠে আতিথিয়েতা দিতে হবে ইংল্যান্ডকে। ২৪ ফেব্রুয়ারি তিনিটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে জস বাটলার, মঈন আলীরা।

চলতি বছরে শেষে ভারতে বসতে যাচ্ছে আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির ওয়ানডে র‍্যানিংয়ের ৭ম স্থানে থাকায় বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ। তাই আসন্ন দ্বিপাক্ষিক সকল সিরিজ পরিকল্পনায় থাকবে ওয়ানডে বিশ্বকাপ ঘিরে। সে দিক দিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। বিশ্বকাপের মিশনে ইংলিশদের এশিয়া সফর বাংলাদেশ দিয়ে। ইতিমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতেই বুঝা যায় বাংলাদেশকে সমীহ করেই এবারের সফরে আসবে ইংলিশরা। সাম্প্রতিক ঘরের মাঠে টাইগারদের পারফরম্যান্স সমীহ করতে বাধ্য ইংলিশদের। সবশেষ শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

ভারতবদের সে আত্নবিশ্বাস নিয়ে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও এখনো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। এরপরেও অনুমান করা যায় ইংলিশদের জন্য সেরা স্কোয়াড দিবে বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি। ভারত সিরিজে চোটের জন্য দলের বাহিরে থাকা তামিম ইকবালকে পাওয়া যাবে বলা যায়। চোট কাটিয়ে তামিম খেলছেন বিপিএলে। তাই ইনজুরির শঙ্কা কাটিয়ে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়কত্বে ফিরবেন তামিম এটা নিশ্চিত। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ এখনো একদিনের ক্রিকেটে নিয়মিত মুখ তাই তারা তিনজন থাকছেন এটাও প্রায় নিশ্চিত।

টাইগারদের ওয়ানডে দলের সদস্য মেহেদী হাসান মিরাজ, লিটন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনরা একদিনের ক্রিকেট দলের নিয়মিত সদস্য। ইংলিশদের বিপক্ষে হোম সিরিজ হওয়ায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও দেখা যেতে পারে স্কোয়াডে। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বিরাও নির্বাচকদের বিবেচনায় থাকবেন। যদিও ভারতের বিপক্ষে ভালো করতে পারেননি তাঁরা। চলতি বিপিএলেও যে খুব একটা ভাল করেছেন নুরুল, রাব্বি এমনটা নয় তবে আসন্ন বিশ্বকাপ মাথায় রেখে এদের ও হয়ত বিবেচনায় রাখবেন নির্বাচকরা।

বাংলাদেশ দলের চার ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক, লিটন চলতি বিপিএলে রয়েছে দারুণ ফর্মে। কিন্তু সবাইকে ছাড়িয়ে সেরা রান সংগ্রাহকের দ্বিতীয় স্থানে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। আরেক তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ভারত সিরিজে হয়েছিলেন সিরিজ সেরা। ২০২২ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও ঠাঁই পেয়েছেন মিরাজ। তাই সাকিবের পাশাপাশি ইংলিশদের সাথে লড়াইয়ে এগিয়ে থাকবেন মিরাজও।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতছিলো মিরাজের অসাধারণ নৈপন্যে। মিরাজের অনুপ্রেরণায় ছিলেন বাংলাদেশের তখনকার কোচ হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেটে আবারো ফিরছেন হাথুরুই। কোচের মাস্টারপ্ল্যানেও এগিয়ে থাকবে টাইগাররা। ইংলিশদের ওয়ানডে স্কোয়াডেও রয়েছে জস বাটলার, মঈন আলী, আদিল রশিদ, জোফরা আর্চার, জেসন রয়, ডেভিড মালানদের মতো তারকা ক্রিকেটাররা।

টাইগারদের ওয়ানডে সিরিজ হারিয়ে ২০১৬ সালের টেস্ট হারের প্রতিশোধ নিতে চাইবে বাটলাররা। সব দিক বিবেচনায় বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজটি যে মাঠের লড়াইয়ে জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সাম্প্রতিক ফর্ম,নিজেদের মাঠ, কন্ডিশন, মাঠে সমর্থকদের সাপোর্ট সব মিলিয়ে সিরিজে টাইগাররা এগিয়ে থাকবে এটা অনেকটা নিশ্চিত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭