ইনসাইড গ্রাউন্ড

প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ নারী ফুটবল দল


প্রকাশ: 05/02/2023


Thumbnail

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ব্যস্ততা শেষ হতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ নারী দল। শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফরের তথ্য জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আগামী ১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ ম্যাচ খেলবে সাবিনা-কৃষ্ণারা। সে লক্ষ্যে আগামী ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দ্যেশে দেশ ছাড়বেন প্রমীলা ফুটবলাররা। কিরণ জানান, নিজেদের মাঠে বাংলাদেশসহ একটি ত্রি-দেশিয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছিলো সিঙ্গাপুর। তবে তৃতীয় দেশটি রাজি না হওয়ায় দুই দলের মধ্যেই ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ দুটি ম্যাচ খেলতে চাইলেও, একটির বেশি ম্যাচ খেলতে অপরাগতা জানিয়েছে সিঙ্গাপুর। তবে ১৯ ফেব্রুয়ারি অনানুষ্ঠানিক একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে প্রীতি ম্যাচে দুই দলের বেঞ্চে থাকা ফুটবলাররা অংশ নেবেন।

সেই সাথে মার্চের ফিফা উইন্ডোতে কম্বোডিয়ার সাথে ২টি ম্যাচ খেলার খেলার বিষয়ে ইতিবাচক বাফুফে। আলাপও চলছে দুই ফুটবল ফেডারেশনের মধ্যে। কম্বোডিয়া এপ্রিলে বাংলাদেশ সফর করার কথা জানালেও, বাফুফের পক্ষ থেকে মার্চে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান কিরণ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭