ইনসাইড বাংলাদেশ

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশ: 06/02/2023


Thumbnail

সাতক্ষীরায় স্ত্রী আড়ায় ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে রবিউল ইসলাম নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) জহরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় দেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৩ সালের মে মাসে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকার রাবেয়া খাতুনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় রাবেয়ার বাবা মো. রবিউল ইসলামকে ৩ লাখ টাকার মালামাল দেয়। পরবর্তীতে রবিউল ইসলাম ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী রাবেয়া খাতুনের উপরে নির্যাতন করলে রাবেয়া খাতুনের বাবা ৭০ হাজার টাকা দেয় রবিউল ইসলামকে।

রবিউল ইসলাম যৌতুকের বাকি টাকা না পেয়ে ২০১৪ সালের ৬ জুন সকাল ১০টা হতে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় নিজ বসতঘরে রাবেয়া খাতুনকে আড়ায় ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

এ ঘটনায় রাবেয়া খাতুনের বাবা মো. শহিদুল বিশ্বাস বাদী হয়ে পরের দিন রবিউল ইসলামসহ কয়েক জনের নামে মামলা দায়ের করেন।

আদালত আজ এ মামলার আসামি রবিউল ইসলাম ফাঁসির আদেশ দেয়। বাকি আসামিদের বেকসুর খালাস দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭