ইনসাইড গ্রাউন্ড

আবারও বর্ণবাদের শিকার ভিনিসিউস


প্রকাশ: 06/02/2023


Thumbnail

বর্ণবাদবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন মার্টিন লুথার কিং নেলসন ম্যান্ডেলার মতো মহান নেতারা। তাদের পথ ধরে অনেক মানবধিকার কর্মীরা বিশ্বজুড়ে রয়েছে বর্ণবাদের বিপক্ষে। কিন্তু সভ্য পৃথিবীতে বর্ণবাদের মতো এমন অমানবিক চর্চা যেনো থামছেই না। কান পাতলেই শোনা যায় দৈনন্দিন চলাফেরায়, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে বর্ণবাদের শিকার হচ্ছে কেউ না কেউ। ফুটবল মাঠেও থেমে নেই অমানবিক এই চর্চা। গতকাল রাতে লা লিগার ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র।

ব্রাজিলিয়ান এই তারকা এর আগেও বর্ণবাদের শিকার হয়েছিলেন। গতকাল রাতেও মায়োর্কার মাঠে ফের এমন অমানবিক ঘটনার সাক্ষী হলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লা-লিগার ম্যাচে - গোলের পরাজয় যেনো মেনে নিতে পারেন নি মায়র্কোর সমর্থকেরা। ম্যাচ হারের ক্ষোভ ঝাড়লেন প্রতিপক্ষ শিবিরের ভিনির উপরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ানো এক ভিডিওতে দেখা যায় মায়োর্কার সমর্থকেরা ভিনিকেবানরবলে ডাকছে।

মাঠের খেলায়ও বার বার ফাউলের শিকার হতে হয়েছিলো ভিনিকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গেই যেনো লড়াইয়ে নেমেছিলো মায়োর্কা।  তরুণ বয়সী এই তারকাকে ১০ টি ফাউল করেছে তারা। যেটি লা-লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ ফাউলের রেকর্ড। মাঠের এমন আচরণ নাকচ করেছে দলটির কোচ জাভিয়ের আগুয়েরা। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে আগুয়েরা দাবি করেন ইচ্ছাকৃত ভাবে ভিনিকে ফাউল করা হয়নি।

শেষ দুই বছরে অন্তত চারবার বর্ণবাদের শিকার হতে হয়েছিলো ভিনিসিউস জুনিয়রকে। ২০২১ সালে বার্সেলোনার বিপক্ষে, বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে, গেলো বছরে সেপ্টেম্বরে অ্যাটলেটিকোর মাঠে সেই বছর ডিসেম্বর শেষ দিনে ভাইয়াদিলাদের মাঠে। 

বারবার বর্ণবাদের শিকার হলেও ক্লাবের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় অসন্তোস প্রকাশ করেছিলেন ভিনি। এর আগে ভিনি জানিয়েছিলেন, বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা। তবে ভিনির দুঃসময়ে সব সময় পাশে পেয়ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি রিয়াল অনেক সতীর্দদের 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭