ইনসাইড গ্রাউন্ড

দিনের দ্বিতীয় খেলায় আজ বরিশালের মুখোমুখি কুমিল্লা


প্রকাশ: 07/02/2023


Thumbnail

দুইদিনের বিরতি শেষে মিরপুরের সবুজ গালিচায় আবারও ফিরছে বিপিএলের নবম আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা :৩০ মিনিটে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলতি আসরের শুরুটা ভালো ছিল না কুমিল্লা ভিক্টরিয়ান্সদের। নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে সমর্থকদের আশাহত করেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা। টুনার্মেন্ট থেকে ছিটকে যাওয়ারও সন্দেহ জেগেছিলো সমর্থকদের মনে। তবে সকল সন্দেহ দূর করে টানা সাত ম্যাচ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। কিন্তু গ্রুপ পর্বের বাকি এখনো দুইটি ম্যাচ। আজ গ্রুপ পর্বের নিজেদের ১১ তম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশালের।

পাকিস্তানি ক্রিকেটার চলে যাওয়ায় কিছুটায় শঙ্কা জেগেছিলো বিদেশিদের নিয়ে। তবে শেষ পর্যন্ত বিকল্প বিদেশি হিসেবে দুই ক্যারিবিয়ান সুনিল নারাইন আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। আজ ফরচুন বরিশালের বিপক্ষে দুইজনে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাই গ্রুপ পর্বের ম্যাচ হলেও আজ বরিশালের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে কুমিল্লা।

অন্যদিকে কুমিল্লার মতোই প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করা ফরচুন বরিশালও নিশ্চিত করেছে সেমিফাইনাল। বরিশাল অধিনায়ক দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে পার করছেন মধুর সময়। ১৮০ এর উপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করে একের পর এক জয় উপহার দিচ্ছেন দলকে। ৩৪৭ রান করে আছেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। দলটির আরেক ব্যাটার ইফতেখার আহমেদের রয়েছেন ফর্মে। পাক এই ব্যাটার করেছেন সাকিবের সমান ৩৪৭ রান। আছেন রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে। পিএসলের প্রদর্শনী ম্যাচ খেলতে চলে গেলেও আবার ফিরে এসেছেন বরিশাল ডেরায়। বলে ছক্কা মেরে প্রদর্শনী ম্যাচেও দেখিয়ে এসছেন ব্যাটিং তাণ্ডব। আজ কুমিল্লার বিপক্ষে একাদশেও থাকবেন পাক ডানহাতি এই ব্যাটার।

নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বেশ আত্নবিশ্বাস নিয়ে আজ মাঠের লড়াইয়ে নামবেন উভয় দল। তবে চলতি আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে কুমিল্লাকে ১২ রানে হারিয়েছিলো বরিশাল। আগে ব্যাট করা বরিশাল সে ম্যাচে অধিনায়ক সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৭ রানের টার্গেট দিয়েছিলো কুমিল্লাকে। ৪৫ বলে ৮১ রানের এক টর্নেডো ইনিংস খেলেছিলেন সাকিব। জবাবে ব্যাট করতে নেমে পাক ক্রিকেটার খুশদিল শাহয়ের ২৭ বলে ৪৩ আর ওপেনার লিটন কুমার দাসের ২৬ বলে ৩২ রানের ইংনিসে জয়ের আশা জাগিয়েও ১৬৫ রান পর্যন্ত করেছিলো কুমিল্লা। ফলে ১২ রানে হারতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আজ তাই বরিশালকে হারিয়ে জয় তুলে নিতে চাইবে কুমিল্লা।   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭