ইনসাইড পলিটিক্স

শেখ হাসিনাই চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি


প্রকাশ: 07/02/2023


Thumbnail

নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগ। আজ জাতীয় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে এই ক্ষমতা দেওয়া হয়।

বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভার প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেন। উপস্থিত অন্য সংসদ সদস্যরা বিষয়টিতে সম্মতি জ্ঞাপন করেন। অর্থাৎ সকলের সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মনোনয়ন জমার দেওয়া শেষ দিন। যদি একাধিক প্রার্থী হয় সেক্ষত্রে ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। এ প্রেক্ষাপটে আজই রাষ্ট্রপতি কে হচ্ছেন তা চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সংসদীয় দলের সভা এই নিয়ে আলোচনা না করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর দায়িত্ব দেওয়া হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭