ইনসাইড বাংলাদেশ

শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি


প্রকাশ: 08/02/2023


Thumbnail

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ছয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী শুক্রবার থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারির বিকেল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭