ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে ডুবে গেছে এমভি রোকনুর-১’ সিমেন্টবাহী জাহাজ


প্রকাশ: 09/02/2023


Thumbnail

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিঙ্কার বোঝাই করে ঢাকায় যাওয়ার পথে আরেক জাহাজকে ধাক্কা দিয়ে মেঘনা নদীর  বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে গেছে ‘এমভি রোকনুর-১’ নামের একটি লাইটার জাহাজ।

মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিক সাঁতরে ধাক্কা লাগা অন্য জাহাজে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

ডুবে যাওয়া জাহাজটি রোকনুর নেভিগেশন লিমিটেডের বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘন কুয়াশার কারণে চরগজারিয়া এলাকায় মূল চ্যানেলে রোকনুর-১ জাহাজটি ডুবেছে। ওই স্থানে নতুন কোনো দুর্ঘটনা এড়াতে ইতোমধ্যে লাইট বয়া স্থাপন করেছে বিআইডব্লিউটিএ। জাহাজটি প্রিমিয়ার সিমেন্টের ক্লিঙ্কার নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রামের যুগ্ম পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মো. সবুর খান বাংলা ইনসাইডার  কে বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে রোকনুর-১ লাইটার জাহাজটি প্রায় এক হাজার ৭৫০ টন সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে ঢাকায় যাচ্ছিল। চরগজারিয়া চ্যানেলে ঘন কুয়াশার কারণে নোঙর করা এমভি প্রগতি গ্রিন লাইন-১ নামের জাহাজের ক্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে চেইনের সঙ্গে আটকে যায়। এতে রোকনুর-১ এর তলা ফেটে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

জাহাজটিতে ১৩ জন নাবিক ও কর্মচারী ছিল। তারা সাঁতার কেটে প্রগতি গ্রিন-১ এর উঠে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে প্রগতি গ্রিন-১ এর মূল জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। ভাটার সময় ডুবন্ত জাহাজটি সামান্য দেখা গেলেও জোয়ারের সময় একেবারে দেখা যাচ্ছে না। তাই চরগজারিয়া চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি একটি লাইট বয়া স্থাপন করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭