ওয়ার্ল্ড ইনসাইড

তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া, দাম বেড়েছে বিশ্ববাজারে


প্রকাশ: 11/02/2023


Thumbnail

আগামী মার্চ থেকে দৈনিক পাঁচ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ তেলের ওপর পশ্চিমাদের মূল্যসীমা বেঁধে দেয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

আর এমন রুশ ঘোষণার পরই বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৬.৩৯ ডলারে পৌঁছায়। যা আগের সপ্তাহগুলোর তুলনায় ৮ শতাংশ বেশি।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নানা নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেলের দাম বেঁধে দেয় ‍পশ্চিমারা। এতে ক্ষুব্ধ হয়ে রাশিয়া দাম নির্ধারণ করা অনেক দেশে তেল সরবরাহ বন্ধ করে দেয়।

এবার পাল্টা ব্যবস্থা হিসেবে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিল রাশিয়া। ফলে বিশ্ববাজারে আবারও তেলের ঘাটতি প্রকট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭