ইনসাইড পলিটিক্স

বিএনপি আম্মা ও ভাইয়া গ্রুপে বিভক্ত: শামীম ওসমান


প্রকাশ: 11/02/2023


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে বিএনপির মধ্যে বিভক্তি কাজ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।

নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি ‘আম্মা ও ভাইয়া’ গ্রুপে বিভক্ত। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায়। ভাইয়া গ্রুপ নির্বাচন করতে চায় না। তারা যে কোনোভাবে অরাজকতা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য গেম চলছে।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাই ও অন্যদের বলব, মারামারি-কাটাকাটির দরকার নাই। আসেন, সবাই মিলে কাজ করি। আর যদি মারামারি-কাটাকাটি করেন তাহলে আমরাও তো মানুষ। আমাদের যদি অতীতের কথা মনে পইড়া যায়। তাহলে আপনারা যে এত কথা বলতেছেন, পুলিশ বাদ দেন, আমি যদি একবার বলি ধর, তাহলে আপনাদের চৌদ্দগোষ্ঠী এই দেশে থাকতে পারবেন না। এইটা আমি জানি কিন্তু। বয়স হইছে, ধৈর্য বাড়ছে।’

লন্ডন থেকে আসা নির্দেশ বিএনপির জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেন সরকারদলীয় এই সংসদ সদস্য।

তিনি আরও দাবি করেন, ‘উনি (তারেক রহমান) নির্বাচনের জন্য কাজ করছেন না। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে নিউজ আছে, তারা প্রয়োজনে তাদের দলের সিনিয়র নেতাদেরও পর্যন্ত হত্যা করবে। তারা যে কোনো প্রয়োজনে লাশ চাচ্ছে। তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বন্ধ করতে চায়। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’

শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সহসভাপতি আশরাফুল আলম, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭