ইনসাইড গ্রাউন্ড

আন্তর্জাতিক অ্যাথলেটিকসে ইমরানুরের রেকর্ড


প্রকাশ: 11/02/2023


Thumbnail

ক্রিকেট-ফুটবলের বাইরে বাংলাদেশে অন্যান্য খেলার জনপ্রিয়তা তলানির দিকে। সেখানে অ্যাথলেটিকস তো অনেকটাই পর্দার আড়ালে। তবে এবার আন্তর্জাতিক পর্যায়ে অ্যাথলেটিকসে সাফল্য পেলো বাংলাদেশ। অ্যাথলেটিকসের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উপরে ওড়ালেন অ্যাথলেট ইমরানুর রহমান।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের স্প্রিন্টার গতির ঝড় তুলে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মাত্র ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে সেই সাথে সময়ের হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। সেমিফাইনালেই নিজের সেরা টাইমিং পেছনে ফেলে নতুন টাইমিং গড়েন ইমরানুর। তখন দৌড় শেষ করেছিলেন ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে।

সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনালে দৌড়ে কাতারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে অল্প একটু পিছিয়ে থেকেই ফাইনালে ওঠেন ইমরানুর। তিনি হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু ফাইনালে ওঠে নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে।

এর আগে গতকাল মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭