ইনসাইড গ্রাউন্ড

কোয়ালিফায়ারে যেতে রংপুরের প্রয়োজন ১৭১ রান


প্রকাশ: 12/02/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের প্লে-অফের খেলা মাঠে গড়িয়েছে আজ। এলিমেনিটর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। নকআউট ম্যাচে ব্যাটে-বলে আধিপত্য দেখানোর লক্ষ্য দুই দলের। টিকে থাকার এই লড়াইয়ে স্কোয়াডের শক্তিমত্তা বাড়িয়েছে দুই দলই। শেষ মুহুর্তে একাধিক তারকা বিদেশী ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

বরিশালের হয়ে এ ম্যাচে মাঠে নেমেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার ও শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে। অন্যদিকে তারকা বিদেশীদের নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর। টি-টোয়েন্টির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান এবং লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে মাঠে নামে রংপুর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর।

বরিশালের ওপেনিংয়ে আসে পরিবর্তন। ইনিংসের শুরু করতে আসেন মেহেদী মিরাজ ও আন্দ্রে ফ্লেচার। শুরুর দুই ওভার দেখেশুনে খেললেও তা পুষিয়ে নেন পরের দুই ওভার থেকে। রাকিবুল ও হাসান মাহমুদের করা সে ওভার দুটি থেকে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেন দুজনে। পাওয়ার প্লের শেষ ওভারে ৪৬ রানে ফ্লেচারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রাকিবুল হাসান। তবে দ্বিতীয় উইকেটে মিরাজ ও মাহমুদুল্লাহর ৪৯ বলে ৬৯ রানের জুটিতে ভিত শক্ত করে বরিশাল। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২১ বলে ৩৪ রান। দলীয় ১১৫ রানে আউট হন তিনি। তবে বিপিএলের এই আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ৯ চার ও ১ ছয়ে ৪৮ বলে ৬৯ রানের উপভোগ্য ইনিংস খেলেন তিনি। দুজনকেই ফেরান দাসুন শানাকা।

চতুর্থ উইকেট করিম জানাত ও ভানুকা রাজাপকশে দলকে টেনে নিতে থাকেন দলকে। ২৯ বলে ৪৩ রানের অবিচ্ছন্ন জুটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বর্তমান রানার্সআপরা। নির্ধারিত ২০ ওভার শেষে ফরচুন বরিশালের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ১৭০ রান। ৩৩ রানে জানাত ও ১৭ রানে অপরাজিত থাকেন রাজাপাকশে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭