ইনসাইড গ্রাউন্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কা জয়ে ব্যর্থ টাইগ্রেসরা


প্রকাশ: 13/02/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে রোববার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কান নারীদের কাছে হার সহ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হারলো নিগার সুলতানা জ্যোতিরা।

অন্যদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কা পেলো গ্রুপ পর্বের টানা দ্বিতীয় জয়।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ইনিংস সূচনা করতে আসা ওপেনার মুর্শিদা খাতুন ফিরেছেন শূন্য রানে। তবে আরেক ওপেনার শামিমা সুলতানা ওয়ান্ডাউনে নামা সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন। শামিমা সুলতানা ১৩ বলে ২০ আর মোস্তারির ৩২ বলে ২৯ করে আউট হলে সেখানেই বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় টাইগ্রেসদের। দীর্ঘক্ষণ উইকেটে থেকে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৪ বলে ২৮ রান। শেষ পর্যন্ত সবমিলিয়ে উইকেট হারিয়ে ২০ ওভারে টাইগ্রেসরা সংগ্রহ করে ১২৬ রান।

নারী ক্রিকেটে পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কান নারীদের কাছে যেনো এই টার্গেট ছিলো অনেক কম। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার হারশিতা সামারা বিক্রমার দৃড়তার সামনে টিকতে পারেনি বাংলার মেয়েরা। এই লঙ্কান নারি ৫০ বলে ৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে মূলত দলের জয় নিশ্চিত করে দেন। তবে বাংলাদেশি বোলার মারুফা আক্তারের এক ওভারে জোড়া আঘাত কিছুটা স্বস্তি দিলেও লড়াইয়ে ফিরতে পারেনি বাংলাদেশ। লঙ্কান ব্যাটার নিলাক্ষী ডি সিলভার ব্যাটে ৪১ রানে জয়ের বন্দরে নিয়ে যায় লঙ্কানদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭