ইনসাইড গ্রাউন্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বন্ধুর পথ বাংলাদেশের


প্রকাশ: 13/02/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আর পঞ্চমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতিটা খুব একটা সুখকর নয়। ২০১৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। ঘরের মাঠের সেই টুর্নামেন্টে গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের কাছে হারে বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ৩ রানে। পরে স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকেও হারায় বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের সাফল্য বলতে ওই দুটি জয়।

এরপর ৪টি বিশ্বকাপ খেললেও কোন জয়ের দেখা পায় নি বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকায় পা রেখে সে ধারায় ইতি টানতে চাওয়ার কথা জানিয়েছিলেন মেয়েদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে মাঠের লড়াইয়ে তার প্রমাণ রাখতে পারেন নি টাইগ্রিসরা। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সেখানে লঙ্কানদের কাছে ৭ উইকেটে হেরেছে জ্যোতি-সালমা খাতুনরা।

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলে নিলেও, শেষের ব্যাটিং ব্যর্থতায় দলের স্কোর খুব একটা বড় করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের দেয়া ১২৯ রানের টার্গেট ১০ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে দুর্দান্ত বোলীং করেছেন সদ্যই অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ খেলা পেসার মারুফা আক্তার।

বিশ্বকাপে ১ নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। মেয়েদের টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন, বর্তমানে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। নিউজিল্যান্ডের অবস্থান র্যাঙ্কিংয়ের তিন নম্বরে। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নবম স্থানে থাকা বাংলাদেশের ঠিক ওপরে শ্রীলঙ্কা। র্যাঙ্কিং হিসেবে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তাই নিগার সুলতানারা যে স্বপ্ন দেখেছিলেন তা আরো কঠিন বলে মনে হওয়াটা অস্বাভাবিক নয়। বয়সভিত্তিক নারী দল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সাফল্য পেলেও, জাতীয় দলের জন্য সে পথটা কঠিনই। গ্রুপের বাকি প্রতিন্দন্দ্বীরা বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান আশা জাগাতে পারে বাংলাদেশের। ২০২২ সালে সবমিলিয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০টিতেই জয় পেয়েছে নিগাররা, হার বাকি ৭টিতে। বিশ্বকাপ খেলতে দক্ষিণ আপ্রিকায় আসার আগে নিউজিল্যান্ড সফর করেছিলো বাংলাদেশ। সে সফরে খেলা ৩ ম্যাচের সিরিজের সবকটিতে হারে বাংলাদেশ। তবুও আশা দেখছেন নিগার-মারুফারা, আর সেই অশায় বুক বেঁধেছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। নতুন কোচ হাসান তিলকরত্নের অধীনে বাঘিনীরা কিভাবে ঘুরে দাড়ায় সেটি দেখার অপেক্ষায় সকলে। আগামীকাল রাত ১১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই তো অল্প কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। অনুজদের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেবন কি অগ্রজরা?



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭