ইনসাইড বাংলাদেশ

বাহারি রঙের ফুলে ছেয়ে গেছে নীলফামারী সরকারি কলেজ!


প্রকাশ: 13/02/2023


Thumbnail

ইট পাথরে গড়া ভবনের সঙ্গে গাঢ় সবুজ প্রকৃতি। হৃদয় কাড়া ফুলের মনমাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই। ফুলের সৌন্দর্য ব্যঞ্জনায় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে নীলফামারী জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নীলফামারী সরকারি কলেজ। শীতের সকালে প্রকৃতি যখন কুয়াশার চাদরে মুড়ে থাকে, তখন বাগানে উঁকি দেয় ডালিয়া, ষ্টার, গাঁদা, সাইলোছিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুঁই, লাল রঙের দেশি-বিদেশি বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। দিনে দিনে এসব বাহারী ফুলে ছেয়ে যাচ্ছে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাস। শুধুমাত্র ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিই নয় বরং এই ফুল মানসিক প্রশান্তি জোগাচ্ছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের। অসাধারণ ফুলের বাগান দেখতে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থী ছাড়াও ভীর জমাচ্ছে প্রকৃতি প্রেমিরা।

সরেজমিনে দেখা যায়, '২০ প্রজাতির ১৪ হাজার ফুলের গাছে ছেঁয়ে আছে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাস। বিশাল তিনটি ফুলের বাগান ও কলেজ অভ্যন্তরে রাস্তায় দুই পাশে রয়েছে অসংখ্য ফুলের গাছ। কলেজের পশ্চিম ক্যাম্পাসে বাংলা বিভাগের সামনে রাস্তার দুইপাশে রয়েছে দুইটা বাগান। এর মধ্যে একটি গোলাপ ফুলের ও অন্যটি বিভিন্ন ফুলের দৃষ্টি নন্দন ফুলের।  তৃতীয় বাগানটি হচ্ছে কলেজ জামে মসজিদ এর চারদিকে। ডালিয়া,  এসটার,  ক্যালেন্ডুলা, গ্লাডিওলাস, পিটুনিয়া, আইস প্ল্যান্ট, ক্যান্ডি টার্ফ, কর্ন ফ্লোয়াল, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী প্রভৃতি ২০ প্রজাতির হাজার হাজার ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে এসব ফুলের বাগান।'


জানা যায়, 'কলেজের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে ফুলের বাগান। অধ্যক্ষ প্রফেসর মোঃ দিদারুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষক পরিষদের সম্পাদক ও  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আনিছুর রহমানের নির্দেশনায় তৈরি হয়েছে এই ফুলের বাগান।  আর ফুলের বাগান  সার্বক্ষণিক দেখভাল করছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাসনাত বিন দেলোয়ার।'

'টুকটুকে লাল গোলাপের উপর শিশির বিন্দুর ফোটায় সূর্যের আলোর ঝলকানি হৃদয়ে দোলা দেয়। মায়াভরা রূপ দেখে বিমোহিত হই। মনে হয় কোনো এক স্বপ্নের রাজ্যে বাস করছি। প্রতিদিন সকালে বান্ধবিরা মিলে হল থেকে বের হয়ে এই সৌন্দর্য উপভোগ করে বলে জানান শিক্ষার্থী রুবিনা, মিমি, ইতি, পিংকি ও তিষা।

কলেজের শিক্ষার্থী আলপনা আক্তার মৌমিতা, রিদওয়ানুম ইকরা, গোলাম রাব্বী সহ শিক্ষার্থীরা জানান, ‘আগের চেয়ে আমাদের ক্যাম্পাস বহুগুণে সুন্দর হয়েছে। একটানা ক্লাস আর পড়াশোনায় যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন এই ফুলের বাগানে আসি, ফুল দেখি, ছবি তুলি এবং আমাদের ক্লান্তি দূর হয়ে যায়। এক কথায় ক্যাম্পাসে এলেই মন জুড়িয়ে যায়। শিক্ষার পরিবেশকেও আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হয়েছে। কলেজে এসে খুব ভালো সময় কাটে। একটি সুন্দর ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ।’

কলেজ মাঠেই দেখা হয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুল করিমের সঙ্গে। তিনি বলেন, ‘ফুল সবাই ভালোবাসেন। কিন্তু ফুলের বাগান করা কষ্টসাধ্য। কলেজ ক্যাম্পাসে বাগান করা আরো কষ্টকর। আমাদের অধ্যক্ষ স্যারের আগ্রহে এবং ঐকান্তিক পরিশ্রমে ফুলের বাগান করা সম্ভব হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরাও বাগান নিয়ে উচ্ছ্বসিত। তারাও ফুলের বাগানটি রক্ষা করতে সহযোগিতা করছেন।’


নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম বলেন,'আমার উদ্দেশ্য সফল হয়েছে। দৃষ্টিনন্দন ক্যাম্পাসের জন্য শিক্ষক ও শিক্ষার্থী সকলের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরা আগে ক্লাসের ফাঁকে বাইরে যেতো। কিন্তু এখন তারা ক্যাম্পাসেই থাকে। ফুলগুলো তাদের আকৃষ্ট করে রাখে। প্রতিদিন সকাল-সকাল কলেজের বাগানের পরিচর্যা করা হয়। কলেজ ছুটি হলে বিকেলে ফুলের গাছগুলোর যত্ন নেওয়া হয়।'

তিনি আরও বলেন,'যখন বাগান করা শুরু করি; তখন আশঙ্কায় ছিলাম! শত শত শিক্ষার্থীর মধ্যে বাগান টিকিয়ে রাখা কঠিন। ভেবেছিলাম, ফুল ফুটলে ছেলেমেয়েরা ছিঁড়বে। কিন্তু তা হয়নি। এখন যে শত শত ফুল ফুটে আছে, আমার কোনো শিক্ষার্থী একটি ফুলও ছেঁড়ে না। আমার খুব ভালো লাগে। আমি শিক্ষক-শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭