লিট ইনসাইড

'উত্তম কুমারের মতো সিগারেট খাওয়া'


প্রকাশ: 14/02/2023


Thumbnail

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ চৌধুরী এখন বিদায়ী লগ্নে। তাঁর বিদায় লগ্নে তিনি ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছেন। যদিও গ্রন্থটি তাঁর জন্ম থেকে ১৯৭২ সাল পর্যন্ত কিন্তু এর মধ্যেই একজন দুরন্ত, ডানপিটে, অজপাড়া গায়ের বালকের বেড়ে উঠা এবং পরবর্তিতে তাঁর রাষ্ট্রপতি হয়ে উঠার চমকপ্রদ একটা গল্প আছে। আমরা পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে এই গ্রন্থটির কিছু কিছু অংশ তুলে ধরছি-

‘এই সময়টাতে ছাত্রদের মধ্যে পৌরুষ প্রদর্শনের জন্য উত্তম কুমারের মতো সিগারেট খাওয়ার বাতিক ধরলো আমাকে। এই নিয়ে একটা মজার ঘটনা আমার স্মৃতির আকাশে ঝলমল করছে। তখন নবম শ্রেণিতে পড়ি। সহপাঠী একেকজন বলিষ্ঠ যুবক। তখনকার দিনে বেশ বয়সকালে স্কুলে যেত ছাত্ররা। সবারই মনে নব বসন্তের খোলা জানালা। নাকের নিচে কচি গোঁফের রেখা জানান দিচ্ছে মনের অবস্থা। স্কুলের কাছেই আনু মিয়া আর রাজ্জাক মিয়ার চায়ের দোকান। আমরা দল বেঁধে প্রতিদিন বিকেলে আসর জমাতাম এই চায়ের দোকানে। নানা রকম হাসি, তামাশা, পরিহাস চলতো চায়ের কাপ হাতে নিয়ে। মাঝে থানার সামনে ওয়াহাব আলীর চায়ের দোকান। ওটা অন্যগুলোর চেয়ে একটু বেশি স্ট্যান্ডার্ড ছিল। তখন ভৈরবের অন্যতম সম্ভ্রান্ত ব্যক্তি হাজি আসমত বেঁচে আছেন। আমাদের কেবি স্কুলের দোতালাটাই ছিল হাজি আসমত কলেজ। কিশোরগঞ্জ মহকুমার গুরুদয়াল কলেজের পরেই ছিল এর স্থান। সেই দানবীর হাজী আসমতের নাতি মুজিবর ও জালাল ছিল আমার সহপাঠীতখন আমার রুমমেট সিজার সিগারেট খেতো। আমি টানতাম ক্যাপস্ট্যান। এক প্যাকেট সাড়ে আট আনায় কিনতাম। এক বিকেলে ওয়াহাব আলীর চায়ের দোকানে আসর জমিয়ে চা পান করছিএর মধ্যে মুজিবর এসে উপস্থিত। একটা আসন দখল করেই পৌরুষালি ভাব ধরে দোকানিকে বললো, ‘এই এক প্যাকেট গোল্ডফ্লাক সিগারেট আন।তার কথাটা আমার দেমাকে লাগলো। আমি সঙ্গে সঙ্গেই অর্ডার দিলাম এক প্যাকেট থ্রি ক্যাসল সিগারেট আনাওতখন থ্রি ক্যাসলের প্যাকেট এক টাকা বারো আনা। বিষয়টি মুজিবর টের পেয়ে সে আবারও অর্ডার দিলো এক প্যাকেট 'প্লেয়ার্স নং থ্রি' সিগারেট আনতে। সাইকেল পাঠিয়ে আনানো হলো। এর দাম এক টাকা চৌদ্দ আনা। আমি ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে পড়লামহোক না ভৈরবের স্থানীয় এবং হাজি আসমতের নাতি। আমিও কম কীসে? কিন্তু হেরে তো যাচ্ছি। এর উপরে দামি সিগারেট ভৈরবে আর নেইকী করা যায়মাথা গরম হয়ে আগুন জ্বলে উঠল ।

এসব দেখে ইতিমধ্যে চা দোকানের চারপাশে উৎসুক জনতার ভিড় জমে উঠল এর মধ্যে আমার মাথায় চট করে এক দুষ্টু বুদ্ধি খেলল। পকেট থেকে একটা নতুন দশ টাকার নোট বের করে থ্রি ক্যাসল সিগারেটের সঙ্গে প্যাচিয়ে আগুন ধরালাম। অনাহত মুজিবর প্রমাদ গুনল। চারদিকে গুঞ্জন, উত্তইরা বেডা টেক্কা মেরে দিলোবে। এর মধ্যে গুঞ্জনকে অনুসরণ করে এক পুলিশ এসে হাজির। সে প্যাচ কষলো টাকা পোড়ানো বেআইনি কাজ। আমাকে আইনের হেফাজতে নিয়ে যেতে চায়। স্থানীয়রা হেরে যাওয়া মুজিবরের পক্ষ নিয়ে পুলিশকে বাতাস দিতে থাকে। শেষমেশ ওয়াহাব আলী পুলিশকে চা-মিষ্টি খাইয়ে ঠান্ডা করে বিষয়টি নিষ্পত্তি করলেন। বিষয়টি স্কুলে চাউড় হলো ঘটনার বিচিত্র রং নিয়ে। আমি এরই মধ্যে স্কুলে ব্রান্ডেড হয়ে গেলাম। কেউ কেউ আমাকে নিয়ে পরিহাসের ছড়া কাটতে লাগলো। “উত্তইরা ভূত, বাপ ডাইক্যা উঠ'। আমিও ছড়া কেটে এর সমুচিত জবাব দিতাম। কড়া জবাব পেয়ে থেমে যায় পরিহাসের প্রপাগান্ডা।‘

আমার জীবননীতি, আমার রাজনীতি
মো: আবদুল হামিদ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭