ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর


প্রকাশ: 14/02/2023


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখী হয়েছে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্স। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাট করবে সিলেট স্ট্রাইকার্স।   

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে- অফ সবার আগে নিশ্চিত করা হলেও লিগ পর্বের দুইটি ম্যাচেই রাইডার্সদের বিপক্ষে হারতে হয়েছে মাশরাফির সিলেটকে। সে রংপুর আজ ফাইনালে খেলার দেওয়াল হয়ে দাঁড়িয়েছে সিলেটের সামনে। তাই আজ রংপুরকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ফাইনালে টিকিট নিশ্চিত করতে চাইবে সিলেট।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে হারের পরেও দ্বিতীয় সুযোগ পাচ্ছে স্ট্রাইকার্সরা। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে শক্তিশালী ফরচুন বরিশালকে হারিয়ে বেশ আত্নবিশ্বাসী নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে উভয় দল।  

দেখে নেওয়া যাক দুই দলের একাদশঃ

সিলেট স্ট্রাইকার্সঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব, লুক উড।

রংপুর রাইডার্সঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), স্যাম বিলিংস ( উইকেটরক্ষক), নিকোলাস পুরান, রনি তালুকদার, শামিম হাসান, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, মেহেদী হাসান, ব্রাভো, মুজিবুর রহমান, রবিউল হক



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭