ইনসাইড বাংলাদেশ

নতুন রাষ্ট্রপতিকে জাতিসংঘ বাংলাদেশের অভিনন্দন


প্রকাশ: 14/02/2023


Thumbnail

বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশের কার্যালয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি এবং তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

বার্তায় আরও বলা হয়, আমরা আশা করি জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জাতিসংঘ সনদ বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি অর্জনে তার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ব্যাপ্তি লাভ করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭