ইনসাইড গ্রাউন্ড

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া মির্জা!


প্রকাশ: 15/02/2023


Thumbnail

ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা টেনিস র‍্যাকেট পাকাপাকিভাবে তুলে রাখবেন এ মাসেই। অবসরের ঘোষণা দিয়েছিলেন আগেই। এরই মধ্যে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামও। টেনিসকে বিদায় বলা ৩৬ বছর বয়সী সানিয়া এবার যুক্ত হলেন ক্রিকেটে। টেনিসের মাঠ মাতিয়ে বিশ্বের বুকে গর্বিত করেছেন ভারতকে। টেনিস ব্যাট হাতে লড়াই করেছেন বিশ্বের বড় বড় সব খেলোয়াড়দের সঙ্গে। ক্রিকেটে আলো ছড়াতে চান ভারতীয় টেনিস কিংবদন্তি।

ক্যারিয়ারের পরবর্তী ইনিংস হিসেবে ক্রিকেটকে বেচে  নিলেন সানিয়া। আসন্ন নারী আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দায়িত্ব পালন করবেন এই টেনিস তারকা। নারী আইপিএলে ব্যাঙ্গালোরের মেন্টরের ভূমিকায় দেখা যাবে সানিয়াকে।

প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) লিগে সবচেয়ে বেশি চমক দেখালো কোন আসরে পুরুষদের হয়ে শিরোপা না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী আইপিএলে সবচেয়ে বেশি মূল্যের খেলোয়াড় দলে ভিড়িয়েছে ক্লাবটি। কোটি ৪০ লাখ রুপিতে তারা দলে নিয়েছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে। এছাড়াও রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের নিয়ে তারকাখচিত দল গড়েছে আরসিবি।

বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকা খেলোয়াড় আরসিবি’র হয়ে দীর্ঘ দিন খেললেও শিরোপা জয়ের স্বাদ পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের নিয়েও পুরুষদের শিরোপা না জেতার আক্ষেপ ঘুচাতে চায় নারী আরসিবি টিম। শিরোপা জয়ের লক্ষ্যপূরণ করতে কোনো ফাঁক রাখতে চাইছে না তারা। তাই ভারতীয় টেনিস কিংবদন্তিকে মেন্টর হওয়ার প্রস্তাব দেয় আরসিবি। এমন প্রস্তাব না করার কোন কারণ ও নেই সানিয়া মির্জার।  

দীর্ঘ ২০ বছরের টেনিস অভিজ্ঞতার সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত সানিয়া। ক্রিকেটীয় কলাকৌশল ও বাইরের সমস্যা নিয়ে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেণুকা সিংদের সাহায্য করবেন তিনি। ম্যাচের কঠিন পরিস্থিতিতে চাপ সামলে নেওয়ার দাওয়ায় বাতলে দিবেন সানিয়া। তবে টেনিসের মাঠে সফলতা পাওয়া সানিয়া ক্রিকেটে নিজেকে কতটুক সফল করতে পারেন সেদিকে চোখ থাকবে সবার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭