কালার ইনসাইড

৭৩ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু


প্রকাশ: 16/02/2023


Thumbnail

অতিমারি করোনার দাপট আগের মতো নেই, যদিও বহু দেশে মাস্ক পরা বাধ্যতামূলক। বার্লিনসহ ইউরোপেও। গত দুই বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামে মাত্র, ভার্চুয়াল। দর্শক টানেনি। উল্লেখযোগ্য ছবিও অংশ নেয়। এবার ভিন্ন রূপ। আগের মতোই মহাসমারোহে। শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি।

মূল প্রতিযোগিতায় ১৭ ছবি। উদ্বোধনী ছবি স্পেনের স্পিসেস অব বিস। পরিচালক এসতিবালিজ উরেসোলা সোলাগুরেন। ১২৫ মিনিটের ছবি চারজন মুখ্য অভিনেতা, অভিনেত্রী। আট বছরের একটি শিশুর কাহিনি আবর্তিত। 

মূল প্রতিযোগিতা বিভাগে সাতজন জুরি। প্রধান জুরি-বিচারক হলিউডের অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। কাহিনিকার, সংলাপ রচয়িত্রী এবং পরিচালক। তাঁর সঙ্গে আরও ছয়জন জুরি। সাতজনের পাঁচজনই নারী।

২০১৮ থেকে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র একজন নারী ও একজন পুরুষকে উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছে। অর্থাৎ নারী-পুরুষের সমতা।

উৎসবের নানা বিভাগে চারশর বেশি ছবি প্রদর্শিত। মূল প্রতিযোগিতা ছাড়া উৎসবে অন্যতম আকর্ষণ- 'ফোরাম'। প্রতি বছরই ফোরাম-এ ভারতীয় ছবির উল্লেখযোগ্য অংশ, এবার মাত্র দুটি। প্যানরোমায় মাত্র একটি। জেনারেশন- (কিশোর চলচ্চিত্র)-এ। রেট্রসপেকটিভ বিভাগে সত্যজিৎ রায়ের 'অপরাজিত' (১৯৫৬ সালে নির্মিত)। বাংলাদেশের কোনো ছবি নেই, কোনো বিভাগেই। আগেও কখনও ছিল না। 'ট্যালেন্ট' বিভাগে অবশ্য দুটি ছবি ইতোপূর্বে প্রদর্শিত। তাও কয়েক মিনিটের!

৭৩ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্রে এবার এশিয়ার ছবির সংখ্যা বেশি। এবং এও উল্লেখ্য, রাশিয়ার ছবির সংখ্যাও।

বাংলাদেশের কোনো ছবি উৎসবে না থাকলেও বাংলাদেশের চারজন চলচ্চিত্রবোদ্ধা ও সাংবাদিক উৎসবে উপস্থিত।

গত বছর এ উৎসবে মনোনয়ন পেয়েছিল তরুণ চলচ্চিত্র পরিচালক ও মালয়েশিয়া প্রবাসী জাফর ফিরোজের চিত্রনাট্য 'দ্য আনসার্টেনিটি'। ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলে তাণ্ডব চালানো ঝড় ও জলোচ্ছ্বাসে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। দেশের দক্ষিণাঞ্চল ভোলায় আমাদের মতো অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। সেই কাহিনি স্থান পায় এতে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭