ইনসাইড গ্রাউন্ড

জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা!


প্রকাশ: 16/02/2023


Thumbnail

কাতার বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশ। কয়েক দিন আগে বাফুফে জানায়, আর্জেন্টিনার বাংলাদেশে আসার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। এ বিষয়ে তথ্য দিতে সংবাদ সম্মলনের ডাক দিয়েও, অনির্দিষ্ট কারণ দেখিয়ে পরে তা বাতিল করে দেয় সংস্থাটি। আবারো উঠেছে সেই রব- বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। তবে এবার এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখের মধ্যে ঢাকায় আসতে পারে আর্জেন্টিনা। সম্প্রতি ২০২৩ সালের জাতীয় দলের খেলার সূচি প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। প্রতিবেদনে বলা হয়, সেখানে গুরুত্ব পেয়েছে আলবিসিলেস্তেদের বাংলাদেশ সফরের বিষয়টি। সে সফরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার কথাও জানানো হয়।

মূলত বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও ভালবাসার কারণে ঢাকায় আসার ব্যাপারে ইতিবাচক দক্ষিণ আমেরিকার দলটি। তবে এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭