ইনসাইড গ্রাউন্ড

নিউজল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ


প্রকাশ: 16/02/2023


Thumbnail

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দল গ্রুপ পর্বে টানা দুই পরাজয় নিয়ে এখন কোয়ালিফায়ারের শঙ্কায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরে দ্বিতীয় ম্যাচে শোচনীয় পরাজয় হয় অস্ট্রেলয়ার বিপক্ষে। টানা দুই পরাজয়ের বোঝা নিয়েই আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭ টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানার দলকে। হেরে গেলে সেমিফাইনালের স্বপ্ন তো শেষ হবেই সাথে সাথে বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকেই।

টানা দুই পরাজয়ের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। প্রথম দুই ম্যাচ হারের কারণে তাদের হতাশ হওয়ারই কথা। তারপরও বলবো, আমরা হাল ছাড়ছি না আপনারাও হাল ছাড়বেন না। দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’

গ্রুপ পর্বের প্রথম দুই জয় তুলে ৪ পয়েন্ট সংগ্রহে আছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২ একই গ্রুপে বাংলাদেশ এখনো জয়হীন।

বাংলার বাঘিনীদের শেষ ম্যাচ আগামী ২১ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭