ইনসাইড গ্রাউন্ড

ফাইনালের মহারণে টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা


প্রকাশ: 16/02/2023


Thumbnail

মাসব্যাপী মাঠের লড়াই শেষে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের। ফাইনালের মহারণে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

আগের আট আসরে ফাইনাল খেলার অভিজ্ঞতা না থাকা দলটিকে এবার বদলে দিয়েছেন দেশ সেরা কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তার হাত ধরে চলতি টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ নয় জয় পয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে সিলেটের সমান নয় জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। তবে কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে হেরে যায় সিলেট। আজ ফাইনালে তাই সিলেটের শিরোপা জয়ের পাশাপাশি সুযোগ থাকবে প্রতিশোধ নেওয়ারও।

তবে বিদেশিদের দাপুটে কুমিল্লা থেকে কিছুটা পিছিয়ে থাকবে সিলেট। মঈন আলী, আন্ড্রে রাসেল ও সুনিল নারাইনের মতো তারকাদের নিয়ে বেশ শক্তিশালী একাদশ কুমিল্লার। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই রান সংগ্রাহক নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়কে নিয়ে লড়াইয়ে প্রস্তুত সিলেট স্ট্রাকাইর্সও।

দেখে নেওয়া যাক ফাইনাল মহারণের দুই দলের একাদশঃ

সিলেট স্ট্রাইকার্সঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, জর্জ লিন্ডে, তানজিব সাকিব, লুক উড, রুবেল হোসেন, থিসেরা পেরেরা, রায়ান বার্ল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জনসন চার্লস, সুনিল নারাইন, মঈন আলি, আন্ড্রে রাসেল, তানভীর ইসলাম, জাকির আলী, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭