ইনসাইড গ্রাউন্ড

সিলেটের প্রথম ধাক্কা সামাল দিলেন নাজমুল শান্ত


প্রকাশ: 16/02/2023


Thumbnail

ফাইনালের মহারণে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

টসে হেরে আগে ব্যাট করার সুযোগ পায় মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। ব্যাট হাতে ইনিংস সূচনা করতে আসেন সিলেটের দুই ইনফর্ম ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুইজনে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রথম ও দ্বিতীয় স্থানে। ইনিংসের প্রথম ওভারেই বিদেশি খেলোয়াড় আন্ড্রে রাসেলের হাতে বল তুলে দেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

ফাইনাল ম্যাচের প্রথম বলেই ওভার থ্রোতে চার রান পেয়ে যায় সিলেট। এরপর রাসেলের উপর চওড়া হন নাজমুল শান্ত। ক্যারিবিয়ান তারকার তৃতীয় এবং চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকান বাঁহাতি এই ব্যাটার। শেষ বলে আবারো ওভার থ্রো করে চারে পরিণত করেন কুমিল্লার ফিল্ডার তানভীর ইসলাম। ফলে প্রথম ওভারেই সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৮ রান। তবে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সিলেট শিবিরে আঘাত হানেন কোয়ালিফায়ার ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া তানভীর ইসলাম। স্কোর বোর্ডে কোন রান যোগ না করেই তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে ফিরে যান পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়ানো তৌহিদ হৃদয়।

তিনে আজও ব্যাট হাতে নেমে পড়েন সিলেট কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তবে আজ সফল হতে পারেননি নড়াইল এক্সপ্রেস। দলীয় ২৬ রানের মাথায় ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রাসেলের শিকারে কাঁটা পড়েন তিনি। দুই উইকেট হারালেও উইকেটের একপাশে অবিচল ছিলেন নাজমুল শান্ত। চারে নামা মুশফিককে নিয়ে এগোতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। পাওয়ার প্লে'তে আর কোন ভুল করেননি সিলেটের এই দুই ব্যাটার। ফলে ৬ ওভার শেষে দুই উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৪২।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ বলে ৩২ রান করে শান্ত ও ৫ বলে ২ রান করে ক্রিজে আছেন মুশফিক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭