ইনসাইড গ্রাউন্ড

তৌহিদ হৃদয়কে নিয়ে বিসিবির তাড়াহুড়ো


প্রকাশ: 17/02/2023


Thumbnail

বিপিএলের ব্যস্ততা শেষ হলেও খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। ফলে আবারো ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়তে হবে সাকিব-লিটনদের। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে চমক হয়ে এসেছে বিপিএলে মুগ্ধতা ছড়ানো তৌহিদ হৃদয়ের অন্তর্ভূক্তি।

বিপিএলের নবম আসরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা হৃদয়। শুরুটা ছিলো বেশ রাজসিক। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিংয়েই নামতে হয়নি। তবে পরের ৩ ম্যাচে ব্যাট করতে নেমে ছড়িয়েছেন দ্যুতি। তিনটি ম্যাচেই দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, হয়েছেন ম্যাচ সেরা। টানা ৩টি ফিফটিতে পাদপ্রদীপের আলো টেনে নিয়েছেন নিজের দিকে। মাঝে অবশ্য আঙুলের ইনজুরিতে খেলতে পারেন নি দুটি ম্যাচ। চোট থেকে ফেরার পর সাবলীল না দেখালেও, ছন্দে ফিরতে খুব একটা সময় নেন নি। টুর্নামেন্টে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড়ে করেছেন ৪০৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ ৫টি অর্ধশতকের মালিকও তিনি। তবে বিশেষভাবে নজর কড়েছে তার ব্যাটিংয়ের ধরণ এবং স্ট্রাইক রেট। পুরো টুর্নামেন্টে ১৪০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন এই ২২ বছর বয়সী তরুণ।

বাংলাদেশের ক্রিকেটারদের বড় শট খেলার সামর্থ্য কম, সেটি সকলের জানা। তবে নিখুঁত ক্রিকেটীয় জ্ঞান এবং পরিশ্রমের মাধ্যমে নিজেকে আমূল বদলে ফেলেছেন তৌহিদ হৃদয়। আগের বিপিএলের ফাইনালে দলকে জেতানোর সুযোগ হাতছাড়া করে হয়েছিলেন খলনায়ক, এবার একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে দেখেছেন মুদ্রার আরেকটি পিঠ। যার স্বীকৃতি স্বরূপ ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। বিসিবির ঘোষিত প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছেন তৌহিদ হৃদয়। বিপিএলের পাশাপাশি ‘এ’ দল ও এইচপি দলের হয়ে হৃদয়ের পারফরম্যান্স জাতীয় দলে জায়গা করে নেওয়ার আরেক কারণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইনজুরি কাটিয়ে এ সিরিজ দিয়ে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। তবে সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, নুরুল হাসান, শরীফুল ইসলাম, এনামুল হক ও নাসুম আহমেদ। ফর্মের কারণে বাদ পড়েছেন সোহান ও শরীফুল। তবে এখনো নির্বাচকদের নজরে আছেন ইয়াসির আলী। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের উপর নির্ভর করবে তার ভাগ্য। আর টি-টোয়েন্টির জন্য দলের দীর্ঘমেয়াদী ভাবনায় রয়েছেন নাসুম আহমেদ।

তবে ইংল্যান্ডের বিপক্ষে তৌহিদ হৃদয়ের ডাক পাওয়াটা যেমন চমক সৃষ্টি করেছে তেমনি বেশ কয়েকটি প্রশ্নেরও জন্ম দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটে তারার মতো আর্বিভাব হয়ে ধূমকেতুর মতো পতনের ঘটনা নেহায়েত কম নয়। একটি বা দুটি টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে জাতীয় দলে ডেকে নেয়াটা এ দেশের ক্রিকেটের নীতি নির্ধারকদের এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে। সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে না যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে একটা অনেকেই চাপ সামলাতে পারেন না। পরবর্তীতে তাদের ছুঁড়ে ফেলা হয়, বাদ পড়েন দল থেকে। ক্যারিয়ারের শুরুতেই যা বড় ধাক্কা হয়ে আসে সেই সকল ক্রিকেটারের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া তৌহিদ হৃদয়ের জন্য কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার অপেক্ষা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭