ইনসাইড গ্রাউন্ড

পেদ্রির চোটে মাথায় হাত বার্সার


প্রকাশ: 17/02/2023


Thumbnail

ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফে প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। তবে সে ম্যাচে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে পেদ্রির ইনজুরি। দারুণ ছন্দে থাকা এই স্প্যানিশ মিডফিল্ডার ম্যাচের প্রথমার্ধ্বেই চোট পেয়ে পেয়ে মাঠ থেকে উঠে যান।

এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন পেদ্রি গঞ্জালেস। চোটের তীব্রতা বুঝতে পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছেন সের্হিও বুসকেতস ও উসমান দেম্বেলে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানায়, পায়ের চোট নিয়ে অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পেদ্রিকে। এমনটা হলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে এই তরুণ ফুটবলারকে পাবে না কাতালানরা। যা কপালের ভাজ বাঁড়িয়েছে বার্সা কোচ জাভি হার্নান্দেজের। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২০ বছর বয়সী পেদ্রি।

ফলে আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে প্লে-অফের ফিরতি লেগ খেলতে পারবেন না পেদ্রি। লা লিগায় রোববার কাদিজ এবং ২৬ ফেব্রুয়ারি আলমেরিয়ার বিপক্ষে ম্যাচও মিস করবেন তিনি। আগামী ২রা মার্চ চিরপ্রতিন্দন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে সেমিফাইনালেও অনিশ্চিত এই স্প্যানিয়ার্ড। এছাড়া ৫ মার্চ ভ্যালেন্সিয়া ও ১৩ মার্চ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনা প্রবল। আর বার্সা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠলে সেখানেও দুটি ম্যাচ মিস করতে পারেন পেদ্রি। সব মিলিয়ে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হলে ৬-৮টি ম্যাচ খেলতে পারবেন না তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭