ক্লাব ইনসাইড

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের ওপর ছাত্রলীগের হামলা


প্রকাশ: 17/02/2023


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার ডাস ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে।

টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি করতেই সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে টিএসসিতে এসেছিলেন।

দলটি বলছে, হামলায় তাদের ১৫ থেকে ২০ জন নেতা–কর্মী আহত হয়েছেন। হামলায় আহত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪ জন, গণস্বাস্থ্য মেডিকেলে ৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, বেলা ১১টার দিকে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে টিএসসিতে আসেন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। তাদের আসার খবর পেয়ে আগেই টিএসসি এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

একপর্যায়ে তারা ছাত্র অধিকারের নেতা-কর্মীদের মারধর শুরু করেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনেও ছাত্র অধিকারের নেতা-কর্মীদের মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

তবে ছাত্রলীগ বলেছে, একদল ক্রীড়ানুরাগী শিক্ষার্থীর আনন্দমিছিলে ছাত্র অধিকারের নেতা-কর্মীরা হামলা করেছেন৷ পরে শিক্ষার্থীরা এর পাল্টা জবাব দিয়েছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭