ইনসাইড গ্রাউন্ড

আইপিএল শুরু ৩১ মার্চ, ফাইনাল ২৮ মে


প্রকাশ: 17/02/2023


Thumbnail

বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সবার উপরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ক্রিকেট সমর্থকদের থেকে শুরু করে খেলোয়াড়রাও অপেক্ষায় থাকে জমজমাট এই টুর্নামেন্টির। এবার সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের আইপিএল পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ মার্চ গুজরাত টাইটাইন্স চেন্নায় সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসরটি।

জনপ্রিয় এই টুর্নামেন্টি ৩১ মার্চ উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বের খেলা চলবে ২১ মে পর্যন্ত। এরপর এলিমিনেটর কোয়ালিফায়ার ম্যাচ শেষে ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।

প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আইপিএলেও গতবারের মতো দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ - পাঁচটি দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি- পাঁচটি দল হলো চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গুজরাত টাইটান্স।

মোট ১২টি মাঠে হবে এবারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭