ইনসাইড ইনভেস্টিগেশন

সার্ভার হ্যাক করে জন্মনিবন্ধন জালিয়াতি: ৩ হ্যাকারসহ গ্রেপ্তার ৫


প্রকাশ: 19/02/2023


Thumbnail

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করে জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় সিএমপি। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন। 

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এসব অভিযোগে ইতোমধ্যে নগরের বিভিন্ন থানায় কয়েকটি মামলা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭