ইনসাইড ইকোনমি

গ্লোবাল প্রতিযোগিতায় আমরা পিছিয়ে নেই: টিপু মুনশি


প্রকাশ: 19/02/2023


Thumbnail

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমরা গ্লোবাল (বৈশ্বিক) প্রতিযোগিতায় পিছিয়ে নেই। বেশ তাড়াতাড়ি ধরে ফেলেছি সব। আজ তাই সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) খুব দরকার। কারণ, মানুষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে না ঠকে, ক্ষতিগ্রস্ত না হয়।’ 

তিনি বলেন, ‘আমরা যেন এ খাতে উদ্ভূত সমস্যা সহজেই সমাধান করতে পারি, সেজন্য এই সিস্টেম দরকার। এটি হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের খুব উপকার হয়েছে। কিছুটা হলেও আমরা স্বস্তিতে থাকতে পারব যে, মানুষের যাওয়ার একটি জায়গা আছে, যেখানে তারা সমস্যার সমাধানও পেয়ে যাবে।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেমের (সিসিএমএস) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আইসিটি মন্ত্রণালয় এই কাজগুলো করে দিয়েছে বলে আজ আমরা একটা বড় মাঠ পেয়েছি। এর পেছনে যে পরিশ্রম আইসিটি মন্ত্রণালয় করেছে, তা প্রশংসার।’  

তিনি বলেন, ‘সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) সময়োপযোগী হয়েছে। অনেক ঝামেলা গেছে। অনেক অভিযোগ, ফোন, অফিসারদের সঙ্গে মিটিং, রাতে ঘুমাতে পারিনি। এগুলো খুব খারাপ অবস্থা। আর ভালো দিক হচ্ছে, এই খাত হঠাৎ করে অনেক এগিয়ে গেছে।’  

টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত এগোচ্ছে। ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট যখন আসে, তখন অনেকেই বলেন এটি হবে না। এখন মানুষ প্রত্যন্ত গ্রামে বসে তার জমিতে কতটুকু সার লাগবে তা জানতে পারে এই ডিজিটাল প্লাটফর্ম থেকে। সত্যিকার অর্থে দেশ বদলে গেছে। প্রযুক্তি ব্যবহার করে সব খাত অনেক এগিয়ে গেছে। তাকিয়ে থাকার মতো উন্নয়ন হয়েছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭