ইনসাইড বাংলাদেশ

ভবনের ভেতর আটকে পড়াদের কাছে যেতে পারছে না ফায়ার সার্ভিস


প্রকাশ: 19/02/2023


Thumbnail

গুলশানের বহুতল ভবনে আগুন লাগায় ভবনের ভেতরে আটকে পড়াদের কাছে যেতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। ফলে ভবনে আটকে পড়া কাউকে কাউকে প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে। 

রোববার রাত সাড়ে ৯টায় সরেজমিনে দেখা যায়, ভবনটির ১১-১২ তলায় আগুনে তীব্রতা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। এই সময় ভবনটি থেকে কয়েকজন আটকে পড়া মানুষজনকে টর্চ লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিতি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

এদিকে ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে দেখা যায়। তবে কোনও মানুষজনকে ওপর থেকে নামিয়ে আনতে আর দেখা যায়নি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭