ইনসাইড বাংলাদেশ

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস-সেনাবাহিনী-বিমান বাহিনীর হেলিকপ্টার


প্রকাশ: 20/02/2023


Thumbnail

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা ভবনের ৭ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম। এরই মধ্যে ওই ভবনে সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন। তারা ভবনের বাসিন্দাদের উদ্ধারে কাজ করছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

এদিকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার অভিযানে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগ দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মমিনুল।

তিনি বলেন, আমরা এতক্ষণ অগ্নিনির্বাপনের কাজ করেছি। এখন আমরা রেসকিউ অভিযানে যোগ দেব। এজন্য আমাদের প্রয়োজনীয় সামগ্রী ও হেলিকপ্টার আসছে।

এর আগে আগুনের ঘটনায় ভবনে আটকেপড়াদের উদ্ধারে এবং আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর ৩০-৪০ জনের একটি টিম উদ্ধার অভিযানে যোগ দেয়।  

রাজধানীর গুলশান-২ নম্বরে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭