ইনসাইড বাংলাদেশ

বেনাপোল-পেট্রাপোল নো-ম্যান্সল্যান্ডে দু-বাংলার মিলনমেলা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে


প্রকাশ: 20/02/2023


Thumbnail

আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন দিবস বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চে বসবে দু বাংলার  ভাষা প্রেমী মানুষের মিলন মেলা। সীমান্ত জিরো পয়েন্টে দু-বাংলার ভাষা প্রেমী মানুষদের মিলন মেলা উপলক্ষে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশ মঞ্চ ও অস্থায়ী শহীদ বেদী। দু’বাংলার মিলন মেলার আয়োজন করছেন দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। 

মিলন মেলা উপলক্ষে নো-ম্যান্সল্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে অস্থায়ী শহীদ বেদী। দু বাংলার নো-ম্যান্সল্যান্ডে সাজানা হচ্ছে বর্ণিল সাজে। মঞ্চে থাকবে দু-বাংলার মন্ত্রী, এমপি, কবি, সাহিত্যিক আর নামী-দামী গুনিজন। বিনিময় হবে দু-বাংলার মানুষের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল থেকে চালু থাকবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

এবারের মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়নও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য এমপি, বিশেষ অতিথি ৮৫ যশোর-১ মাননীয় সংসদ সদস্য জনাব শেখ আফিল উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মোঃ আবদুল হাকিম, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, স্থলবন্দরের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল। 

ভারতের পক্ষে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও উত্তর ২৪ পরগানা জেলার বিধায়ক শ্রীমতি বীনা মন্ডল, বিধানসভার বিধায়ক শ্রী বিশ^জিৎ দাস, বনগাঁ পৌরসভার পৌর শ্রী গোপাল শেঠ, বনগাঁ লোকসভার প্রাক্তন সংসদ সদস্য শ্রীমত্যা মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী শ্যামল রায় সহ ওদেশের রাজনীতিবিদ-কবি-শিল্পী-সাংবাদিক সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। সকাল সাড়ে ৯ টায় অস্থায়ী শহীদ বেদীত ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দু-বাংলার আমন্ত্রিত মন্ত্রী, এমপি রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, কবি, সাহিত্যিক, লেখক এবং দু-বাংলার  ভাষা প্রেমী মানুষরা। 

”আমার ভায়ের রক্তে রাংগানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” এ গানের মধ্য দিয়ে শুরু হবে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের দু’বাংলার মিলন মেলা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭