লিভিং ইনসাইড

২১ শে ফেব্রুয়ারীর চেতনায় “বিশ্বরঙ”


প্রকাশ: 20/02/2023


Thumbnail

যে ভাষায় আমরা কথা বলি যার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি তাকে অর্জনের জন্যই ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীর দিন বুকের তাজা রক্ত দিয়েছিল বাঙালি জাতির বীর সন্তানেরা। একুশ মানেই অহংকার। ২১ শে ফেব্রুয়ারীএখন আর কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। একে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান। ২১ শে ফেব্রুয়ারীমানেই বাংলা ভাষার জয়গান পৃথিবীর সকল ভাষার মানুষের মুখে, বাঙালীর চেতনায় উজ্জিবীত হয় বিশ্ববাসী। বিশ্বরঙ সবসময়ই শিল্প ভাবনায় জাতিগত চেতনার সহযাত্রী। সেই চেতনারই বহিঃপ্রকাশ বিশ্বরঙ ২১ শে ফেব্রুয়ারী ২০২২ এর সকল প্রয়াসে। ২১ কে ঘিরেও তাই বিশ্বরঙ এর ফ্যাশনে এসেছে নানানরকম বৈচিত্র। এখন এটি কেবল উৎযাপনের দিন না এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও একটি দিন। একুশে ফেব্রুয়ারীর পোশাক গুলোকে সাজানো হয়েছে কালো আর সাদা রঙের আঙ্গিকে। কিছুকিছু ক্ষেত্রে লাল রঙের উপস্থিতি কালো আর সাদা রঙকে দিয়েছে ভিন্নমাত্রা। বাংলা বর্ণমালা হয়ে উঠেছে পোশাক অলংকরনে চেতনার অনুষঙ্গ।

শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। ‘বিশ্বরঙ’ - এর শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালা সহ জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭